ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় নাশকতা মামলায় বিএনপির ৩১ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ০৬:২৫, ১০ আগস্ট ২০১৫

খুলনায় নাশকতা মামলায় বিএনপির  ৩১ নেতাকর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর দৌলতপুর থানায় দায়েরকৃত নাশকতার ৮টি মামলায় মহানগর বিএনপির ৩১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে বিচারক মোঃ সাইদুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানান, রবিবার দৌলতপুর থানার ৮টি মামলায় মহানগর বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, যুগ্মসম্পাদক মুর্শিদ কামাল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহসান তোতন, যুবদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সোহেল মোল্লাসহ ৩১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পুলিশ জানায়, নগরীর দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে বিএনপির ওই নেতাকর্মীদের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়।
×