ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৫:৩৪, ২৫ মে ২০১৫

সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার  বিতরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শুক্রবার শিবগঞ্জের আমতলী মডেল স্কুল সংগ্রহশালা ( জাদুঘর) বিষয়ে প্রথম থেকে ৮ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ বিজয়ীর হাতে কবি সাইফুল বারী মেধা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেশ আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকির, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, কারুশিল্পী মোহাম্মদ আনোয়ার, সাংবাদিক তামিমুল ইসলাম তামিম। আমতলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মীর লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর মহরম আলী, পরিচালক জেবুন নাহার, প্রধান শিক্ষক শ্রী চরণ ম-ল, প্রবীণ শিক্ষক নইম উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পরে ৫০ নম্বরের অবজেকটিভ প্রশ্নের পরীক্ষায় প্রথম পুরস্কার হিসেবে ২ হাজার টাকা, ২য় পুরস্কার ১৫’শ টাকা ও ৩য় পুরস্কার ১ হাজার টাকা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়। একই দিন বিকেলে বিদ্যালয়ের নিজস্ব মাঠে বাৎসরিক ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।
×