ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মোবাইল বিপ্লবের সুফল পাচ্ছেন না এশিয়ার প্রবীণরা

প্রকাশিত: ০৫:৪৮, ২২ মে ২০১৫

মোবাইল বিপ্লবের সুফল পাচ্ছেন না এশিয়ার প্রবীণরা

টেলিনর গ্রুপ এশিয়ার প্রবীণদের নিয়ে কিছু তথ্য প্রকাশ করেছে, যা ইঙ্গিত দেয় যে তারা মোবাইল ইন্টারনেটের প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত। যখন এশিয়ায় মোবাইল ইন্টারনেট দ্রুত প্রসার লাভ করছে তখন এশিয়ার চারটি দেশে পরিচালিত টেলিনর গ্রুপের সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে যে, এসব সমাজের সবাই এর প্রকৃত সুফল পাচ্ছেন না। ‘এশিয়ার সংযোগহীন প্রবীণ জনগোষ্ঠী’ শিরোনামে এই সমীক্ষার ক্রেতা সংক্রান্ত ডাটা/তথ্য টেলিনরের চারটি মার্কেট যথাক্রমে ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ ও মালয়েশিয়া থেকে সংগৃহীত। এই সমীক্ষায় দেখা যায়, এই দেশগুলোর কোন কোনটিতে প্রবীণদের মধ্যে সক্রিয় মোবাইল ব্যবহারকারী মাত্র ২ শতাংশ এবং তাদের মধ্যে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা আরও কম। টেলিনরের বাংলাদেশস্থ কোম্পানি গ্রামীণফোন লক্ষ্য করেছে যে, ৫৫ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। -বিজ্ঞপ্তি রবির সহায়তায় ঢাবি ক্যাম্পাসে থ্রিজি ডে বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ থ্রিজি প্রযুক্তির সম্ভাবনা ও এর শিক্ষামূলক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে আগামী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রবি-ডিইউআইটিএস ক্যাম্পাস থ্রিজি ডে।’ বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির উদ্যোগে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সহায়তায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আয়োজনে থাকবে থ্রিজি প্রযুক্তি নিয়ে সেমিনার, কর্মশালা, কুইজ প্রতিযোগিতা ও কনসার্ট ফর আইসিটি। ওইদিন বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
×