ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে বালু লুটের মহোৎসব ॥ ইজারাদারের মাথায় হাত

প্রকাশিত: ০৬:০০, ৪ মে ২০১৫

কক্সবাজারে বালু লুটের মহোৎসব ॥ ইজারাদারের মাথায় হাত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে চকরিয়া মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে মেশিন বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যক্তি। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলেও তা বন্ধে কোন অভিযান পরিচালনা করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে করে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের কারণে ভাঙ্গনের সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকায় মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। অভিযোগে জানা গেছে, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের নজরদারি না থাকার সুযোগে বিগত কয়েক মাস ধরে একাধিক অসাধু চক্র বিনা বাধায় মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। সরকারী কাজের দোহাই দিয়ে গত কয়েকদিন ধরে নদীর বাটাখালী সেতু এলাকায় চারটি মেশিন বসিয়ে নদী থেকে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে ঢালাওভাবে।
×