ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাবেক র‌্যাব কর্মকর্তা রানার জামিন আবেদন শুনানিতে হাইকোর্টের অপারগতা

প্রকাশিত: ০৬:১২, ১৩ এপ্রিল ২০১৫

সাবেক র‌্যাব কর্মকর্তা রানার জামিন আবেদন শুনানিতে হাইকোর্টের অপারগতা

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় আসামি র‌্যাবের সাবেক কর্মকর্তা এমএম রানাকে জামিন আবেদনের শুনানিতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট। অন্যদিকে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করেছে আপীল বিভাগ। সাত খুনের ঘটনায় আসামি র‌্যাবের সাবেক কর্মকর্তা এমএম রানাকে জামিন আবেদনের শুনানিতে অপরাগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। রবিবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রানার জামিন আবেদন ফেরত দেয়। এম এম রানার পক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ। ডেপুটি এ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, এম এম রানার জামিন আবেদন উপস্থাপন করলে বেঞ্চের একজন বিচারপতি এ আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন। গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়। গত ৮ এপ্রিল দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের তিন সাবেক কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এমএম রানাসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আগামী ১১ মে অভিযোগপত্র আমলে নেয়া বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। মিনারের জামিন বাতিল ॥ ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করেছে আপীল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপীল বিভাগের বেঞ্চ এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপীল নিষ্পত্তি করে এ আদেশ দেয়। আদালতে মিনারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরদিকে, রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্ট মিনার চৌধুরীকে যে জামিন দিয়েছিলেন তা আপীল বিভাগ আজ বাতিল করেছেন। এ আদেশের ফলে তাকে কারাগারেই থাকতে হবে। একই সঙ্গে এ মামলার অপর আসামি জাহিদ চৌধুরীর জামিন স্থগিত করে আগামী এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন আপীল বিভাগ। এর আগে গত ২ মার্চ মিনারের জামিন সংক্রান্ত একটি রুলের শুনানি করে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের নেতৃত্বাধীন ২ সদস্যের হাইকোর্ট বেঞ্চ মিনার চৌধুরীকে জামিন দেয়। গত বছরের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে দিন-দুপুরে গাড়ির ভেতরে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
×