ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জলবায়ুর ক্ষতি জরিপে মাঠ পর্যায়ে কাজ শেষ

প্রকাশিত: ০৪:২৮, ৯ এপ্রিল ২০১৫

জলবায়ুর ক্ষতি জরিপে মাঠ পর্যায়ে কাজ শেষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী বছর জুন মাসে জলবায়ু জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। ইতোমধ্যেই শেষ হয়েছে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ। পরবর্তী কার্যক্রম সঠিক ও নির্ভুলভাবে করতে টেবুলেশন প্ল্যানের খসড়া চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যানব্যুরো (বিবিএস)। এ উপলক্ষে বুধবার সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। রাজধানীর আগারগাঁও-এ বাংলাদেশ পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম, জনপ্রশান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমএ মান্নান হাওলাদার এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. কাজী মোস্তফা সারোয়ার। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ব্যুরোর পরিচালক আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসূচী পরিচালক রফিকুল ইসলাম।
×