ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে ঝিনুক শিল্পের সঙ্গে জড়িত ২৫ হাজার নারী শ্রমিক বেকার

প্রকাশিত: ০৭:০৫, ২৮ মার্চ ২০১৫

কক্সবাজারে ঝিনুক শিল্পের সঙ্গে জড়িত ২৫ হাজার নারী  শ্রমিক বেকার

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ ঝিনুক শিল্পের সঙ্গে জড়িত প্রায় ২৫হাজার নারী শ্রমিক বেকার হয়ে পড়ছে। প্রায় চার যুগ ধরে ঝিনুক দিয়ে তৈরি নানা পণ্য বেচাবিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে জেলার প্রত্যন্ত অঞ্চলের অন্তত ২৫ হাজার নারী শ্রমিক। সকাল থেকে রাত পর্যন্ত অনেক শ্রমের মাধ্যমে সুনিপুণ হাতে তৈরি করা এসব পণ্য কেনার মানুষ এখন নেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা আর যাত্রীবাহী গাড়িতে দুর্বৃত্তদের পেট্রোলবোমা নিক্ষেপের কারণে পর্যটকনির্ভর কক্সবাজারে এখন পর্যটক নেই। তাই ২৫ হাজার নারী শ্রমিক বেকার হয়ে অনেকটা অলস সময় কাটাচ্ছে। সৈকতপাড়ার ছমুদা খাতুন ও ছেনুয়ারা বেগম বলেন, একজন নারী সারাদিন পরিশ্রম করে ঝিনুকের একটি মেইকা ঝাঁড়বাতি তৈরি করতে পারে। এতে খরচ হয় দুই শ’ টাকার মতো। বিক্রি হয় ৩ থেকে ৪শ’ টাকায়। আনোয়ারা বেগম বলেন, সারাদিন পরিশ্রম করে এক হাজার টাকার বেশি আয় করা যায় না। ওই টাকায় চাল, ডাল, তেল কিনে পরিবার চালানো কঠিন হয়ে দাঁড়ায়। কক্সবাজারে ঝিুনক সামগ্রীর চাহিদা বেশি থাকলেও পর্যটক না আসায় সব কাজ বর্তমানে ঝিমিয়ে পড়ছে। চড়া দামে ঝিনুক কিনে বিভিন্ন মালাসহ ঝিনুকের পণ্য সামগ্রী তৈরি করে বিক্রি করা যাচ্ছে না।
×