ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিদ্ধিরগঞ্জে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক অবৈধ দখলে

প্রকাশিত: ০৬:৩৭, ১৬ ডিসেম্বর ২০১৪

সিদ্ধিরগঞ্জে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক অবৈধ দখলে

মোঃ খলিলুর রহমান, সিদ্ধিরগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়ক ঘেঁষে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩ কিলোমিটার দীর্ঘ সার্ভিস লেন (রিক্সা লেন) সড়কটি এখন আর ব্যবহৃত হচ্ছে না। এটি চলে গেছে ব্যবসায়ীদের দখলে। কোন কোন স্থানে রাস্তার কোন অস্থিত্বই নেই। ফলে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের ব্যয় করা প্রায় ৩ কোটি টাকা গচ্ছা গেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এতে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। জানা যায়, নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইলটি অত্যন্ত ব্যস্ততম হয়ে উঠেছে। দিন দিন এ সড়কে যানবাহন চলাচল বেড়েই চলেছে। ফলে এ সড়ক দিয়ে ঢাকা-আদমজী, ঢাকা-আইইটি স্কুল-নারায়ণগঞ্জ ও শিমরাইল-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। সওজ সূত্রে জানা যায়, গত ৫/৬ বছর আগে ৮ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৭ কিলোমিটার সার্ভিস লেন রাস্তা নির্মাণের সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্তু পরবর্তীতে ৩ কোটি টাকা ব্যয়ে শিমরাইলের বিদ্যুত অফিস থেকে সিদ্ধিরগঞ্জ থানা (সুমিলপাড়া) কার্যালয় পর্যন্ত ১২ ফুট চওড়া ও ৩ কিলোমিটার দীর্ঘ সার্ভিস লেনে (রিক্সার লেন) রাস্তাটি নির্মাণ করা হয়। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক উপবিভাগ-২ এর উপবিভাগীয় প্রকৌশলী জাফরুজ্জামান মিয়া সার্ভিস লেন রাস্তাটি অবৈধ দখলদারদের কবলে যাওয়ার কথা অকপটে স্বীকার করেন। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে ॥ ও. কাদের নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৫ ডিসেম্বর ॥ সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত নয়। কাজেই গণআন্দোলন, গণঅভ্যুত্থান এগুলো হাঁকডাক ছাড়া আর কিছুই নয়। দেশের জনগণ সরকারের সঙ্গে আছেন। বিএনপি গণআন্দোলনের ডাক দিয়ে বার বার ব্যর্থ হয়ে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে বিৃকতি ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে। বাংলাদেশের গৌরবোজ্জ¦ল ইতিহাস নিয়ে তারা রূপকথার কাহিনী শোনাচ্ছে, যা আরব্য রজনীর রূপকথাকে হার মানাবে। তবে, এতে কোন কাজ হবে না। সোমবার দুপুরে মন্ত্রী তাঁর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট পৌর মিলনায়তনে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক উগ্রবাদের এ দেশীয় দোসররা ঘোলা পানিতে মাছ শিকারের তৎপরতায় ব্যস্ত, এদের রুখতে হবে। এ বিজয়ের মাসে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের এ শত্রুদের প্রতিহত করার জন্য সবাইকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ। এরআগে মন্ত্রী কবিরহাট বাজারে অবস্থিত ‘কবিরহাট মাদ্রাসা সরকারী প্রাথমিক বিদ্যালয়’-এর নবনির্মিত ভবনের উদ্ধোধন করেন।
×