ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

গাইবান্ধায় বগুড়ার-১ আসনের সাবেক এমপির এপিএস গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, বগুড়া

প্রকাশিত: ২১:২৬, ২ নভেম্বর ২০২৪

গাইবান্ধায়  বগুড়ার-১ আসনের সাবেক এমপির এপিএস  গ্রেফতার

সারিয়াকান্দি-সোনাতলা  আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের সহকারী একান্ত সচিব (এপিএস) অসীম কুমারকে গ্রেফতার  করছে পুলিশ শুক্রবার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকা থেকে তাঁকে গ্রেফতার  করা হয়

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন পুলিশ তাঁকে গ্রেফতারের  জন্য খুঁজছিল

অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে ফুলছড়ির বালাসী এলাকা থেকে গ্রেপ্তার করে

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার  বলেন, বগুড়া- আসনের সাবেক সংসদ সদস্যের এপিএস অসীম কুমার ছাত্র হত্যা বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার পলাতক আসামি বগুড়া পুলিশ গ্রেফতারের  জন্য ব্যাপক পরতা চালিয়ে ছিল

তারা তথ্যপ্রযুক্তি সহায়তায় তাঁর অবস্থান অবগত করলে গাইবান্ধা সদর থানার পুলিশ অসীম কুমারকে গ্রেফতার  করে ওসি আরও বলেন, তিনি বর্তমানে সদর থানায় আছেন বগুড়া থেকে পুলিশ রওনা দিয়েছে তারা এলে আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হবে

×