ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

তীব্র দাবদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

 নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২০:৪৩, ৬ মে ২০২৪

তীব্র দাবদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

চলমান দাবদাহের পর অবশেষে চুয়াডাঙ্গায় নামল স্বস্তির বৃষ্টি। সোমবার বেলা ৩ টা ৪০ মিনিটে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির দেখা পায়। এতে করে আবহাওয়া কিছুটা শীতল অনুভব হয়।

এদিন সকাল ৯ টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে বাতাসের আর্দ্রতা ৬৬ শতাংশ রেকর্ড করে। বেলা ১২ টায় ৫৯ শতাশং বাতাসের আর্দ্রতার সাথে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রা রেকর্ড করে। এই তাপমাত্রাতেই জেলাজুড়ে গরমের অস্বস্তি দেখা দেয়। বেলা ৩ টায় ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাথে বাতাসের আর্দ্রতা ছিল ৫২ শতাংশ। 

এরপর ৩ টা ৪০ মিনিটে স্বস্তির বৃষ্টি নামলে গরমের নাভিশ্বাস থেকে স্বস্তির নিঃশ্বাস আসে জনজীবনে। অনেকেই স্বস্তির বৃষ্টি কথা জানান ফেসবুক, ইনস্ট্রাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোষ্ট দিয়ে কেউ কেউ সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। অনেকে মৌসুমের প্রথম বৃষ্টিতে গা ভিজিয়ে নেন। 

সাংবাদিক সনজিত কর্মকার বলেন, গত কয়েক দিনের তীব্র গরমের পর এরকম স্বস্তির বৃষ্টিতে প্রাণ জুড়িয়ে গেল। চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়ার গ্রামের ফেরী করে ভাজা বিক্রেতা আসমান আলী বলেন, গেল কয়েকদিন গরমে পুড়ছিলাম। প্রচন্ড দাবদাহ ছিল। ঘরে বাইরে শুধু অস্বস্তি ছিল। ঠিকমত ব্যবসা করতে পারছিলাম না। দুপুরে বৃষ্টি পেয়ে অনেক ভালো লাগছে। মহান আল্লাহ প্রতি শুকরিয়া।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, সোমবার সন্ধ্যা ৬ টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ২৪ মিলিমিটার। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

শহিদ

×