ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১

সুন্দরবনে আগুন, নেভানোর চেষ্টায় বনকর্মীরা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৮:১৪, ৪ মে ২০২৪; আপডেট: ২১:১৮, ৪ মে ২০২৪

সুন্দরবনে আগুন, নেভানোর চেষ্টায় বনকর্মীরা

সুন্দরবনে আগুন 

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লেগেছে। 

শনিবার (৪ মে) বিকেলে সুন্দরবনের লতিফের ছিলা নামক স্থানে আগুনের ঘটনা ঘটে।  বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানো চেষ্টা করছেন। বাগেরহাট, মোংলা, মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পরে বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আমিও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে কী কারণে আগুন লেগেছে বা কি পরিমাণ জায়গা আগুন ছড়িয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে তিনি কিছুই বলতে পারেননি।তবে পশ্চিম আমুরবুনিয়া গ্রামের কৃষক ও বাওয়ালী পিন্টু মিস্ত্রিী জনকণ্ঠকে বলেন, আমার বাড়ির পূর্বদিকে বনের ২ থেকে আড়াই কি:মি: মধ্যে এ দিন বিকেলে আগুনের সুত্রপাত হয়। বর্তমানে মধু আহরণের মৌসুম চলছে। মধু সংগ্রহ করতে ওই স্থান থেকে মধু সংগ্রহকরীরা বনে যায়। ধারণা করছি তাদের ফেলে দেওয়া আগুনের সলতে (মশাল) থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

ঘটনাস্থল থেকে স্থানীয় নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমি তাৎক্ষনিক ২/৩ শত লোক নিয়ে বনে যাই এবং বনকর্মীসহ আমরা সবাই মিলে আগুন নেভাতে চেষ্টা করি। এসময় ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের খবর দেওয়া হয়। আনুমানিক প্রায় ৫ একর একর জায়গা জুড়ে আগুন বিক্ষিপ্তভাবে জ্বলছে বলে তিনি উল্লেখ করেন।’

সুন্দরবনের আমুরবুনিয়া টহল ফাঁড়ির বনকর্মী মনিময় মন্ডল জনকণ্ঠকে বলেন, বনের লতিফের ছিলা নামকস্থানে প্রথম আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে স্থানীয় এলাকাবাসীদের সহযোগীতায় আগুন নেভাতে সাধ্যমত চেষ্টা চালানো হয়। একইসাথে  ঊর্ধ্বতন বনকর্মকর্মাদের খবর দেওয়া হয়। তারাও ছুটে আসেন।   তিনি বলেন, বনের ৪ থেকে ৫ একর জায়গা জুড়ে বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেডের একাধিক ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করছে। সাথে স্থানীয়রা রয়েছেন।  

শহিদ

×