ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক

প্রকাশিত: ২১:৪১, ১৪ মার্চ ২০২৪

কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক

ভারতীয় নাগরিক

কারাভোগ শেষে মানসিক ভারসাম্যহীন ভারতীয় এক নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। ভারতীয় ওই নাগরিকের নাম অভিষেক কুমার। তিনি ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলার জারিদিহ বাজার থানার ঘনশ্যাম প্রসাদের ছেলে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০১৯ সালে রাজশাহী সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন অভিষেক কুমার। এ কারণে বিজিবি তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে পুলিশ মামলা করলে অভিষেককে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

পরে অভিষেকের মা পুষ্পা দেবী ও বোন নিতু দেবীকে খুঁজে বের করতে সক্ষম হন তিনি। রাজশাহী জেলা কারাগারে সাজা ভোগ শেষে দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

 

এস

×