ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ৪০ জেলেসহ দুই ট্রলার ডুবি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া,পটুয়াখালী

প্রকাশিত: ২০:৪১, ১ আগস্ট ২০২৩

সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ৪০ জেলেসহ দুই ট্রলার ডুবি

জেলেদের স্বজনদের ভিড় উপকূলে। ছবি: জনকণ্ঠ

ঝড়ো হাওয়ার কবলে পড়ে এফবি মায়ের দোয়া-১ নামের একটি মাছ ধরার ট্রলার ১৫ জেলেসহ ডুবে গেছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চরবিজয় এলাকায় মঙ্গলবার দুপুরে ট্রলারটি ডুবে গেছে। 

একই দিন বিকালে সাগর থেকে খাপড়াভাঙ্গা চ্যানেলে প্রবেশের সময় আন্ধারমানিক মোহনার ডুবোচরে আটকে ২৫ জন জেলেসহ আরও একটি ট্রলার ডুবে গেছে। এ ট্রলারের সব জেলেকে অন্য ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়েছে। 

এছাড়া আরও কয়েকটি ট্রলার সাগরের বিভিন্ন চরে আটকে গেছে বলে জানা গেছে। এসব ট্রলার সাগর ভয়াল উত্তাল হওয়ায় নিরাপদ আশ্রয়ের জন্য কিনারে ফিরছিল। 

মহিপুর আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও আলীপুর ট্রলার মালিক সমিতির নেতা ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা এ খবর নিশ্চিত করেন।

এসআর

×