ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষোভ

থমকে গেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মান কাজ ॥ ধুলোবালীতে একাকার

প্রকাশিত: ১৯:০৪, ২১ এপ্রিল ২০২১

থমকে গেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মান কাজ ॥ ধুলোবালীতে একাকার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মান কাজ থমকে গেছে। নির্ধারিত টাকা পরিশোধ না করায় ঠিকাদার পুরো কাজটি অসমাপ্ত রেখেছেন। ফলে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি অনেকটা অযতœ ও অবহেলায় ধুলো-বালীতে একাকার হয়ে পরে রয়েছে। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্যর বরাদ্দকৃত অর্থের মাধ্যমে এ ভাস্কর্য নির্মান কাজটি শুরু করেছিলেন উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। শেষপর্যায়ে নির্মান কাজটি বন্ধ হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সকল জটিলতার অবসান ঘটিয়ে দ্রুততার সাথে নির্মান কাজটি শেষ করার দাবি করেছেন। সূত্রমতে, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর বিষয়টি সামনে রেখে উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় বঙ্গবন্ধুর দুটি ভাস্কর্য নির্মানের পরিকল্পনা গ্রহণ করেন। সেজন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে বানারীপাড়া ও উজিরপুর পৌরসভায় ৫০ লাখ টাকা বরাদ্দ দেন। এরপর তিনি আর্কিটেচার এনে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরীর বিভিন্ন ডিজাইন দেখে দুটি ডিজাইন নির্বাচন করেন। পরে তিনি আর্কিটেচার উজিরপুর ও বানারীপাড়ায় এনে তাদের মাধ্যমে জায়গা নির্বাচন করেন। পৌরসভায় অর্থ বরাদ্দ পেয়ে উজিরপুর পৌর মেয়র ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান উল্লেখিত আর্কিটেচারের মাধ্যমে পূর্ব নির্ধারিত ঠিকাদারের মাধ্যমে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মান কাজ শুরু করেন। এরমধ্যে নির্ধারিত সময়ের আগেই বানারীপাড়ায় বঙ্গবন্ধুর ম্যূরাল নির্মান সম্পন্ন হয়। একই সময় উজিরপুর উপজেলা হল রুমের সামনে লন্ডন হিপ্রো বিমান বন্দরে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালের অনুরুপ ম্যুরাল তৈরীর কাজ শুরু করা হয়। তবে নির্মান কাজ পুরোপুরি শেষ না করেই ঠিকাদার ম্যুরালের নির্মান কাজ বন্ধ রাখেন। নির্মান চুক্তির পুরো টাকা না পাওয়ার কারনে কাজ বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এদিকে ম্যুরালের ফিনিসিং, টাইলস বসানোর কাজ, হাতে লাঠি বসানোর কাজসহ বেশ কিছু কাজ বাকি রয়েছে। যে কারনে ম্যুরালটি ধোয়ামোছা বা পরিচর্যা করা হচ্ছেনা। ফলে ম্যুরালের গায়ে ধুলো বালী পরে অনেকটা ফ্যাকাশে হয়ে পরেছে। এ ব্যাপারে উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস বলেন, ঠিকাদার পুরোপুরি কাজ সম্পন্ন না করার কারনে বঙ্গবন্ধুর ম্যুরালটির পুরোপুরি পরিচর্যা করা যাচ্ছেনা। এরপরেও মাঝে মধ্যে ম্যুরালটি পরিস্কার করা হচ্ছে। তিনি বলেন, লন্ডলের হিপ্রো বিমানবন্দরে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালের আদলে তৈরী এ ম্যুরালটির অনেক কাজ এখনো অসমাপ্ত রয়েছে। তিনি দ্রুততার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের নির্মান কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করবেন বলেও উল্লেখ করেন।
×