ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রংপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ

প্রকাশিত: ০৩:০১, ২২ জুন ২০১৭

রংপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ শিশুদের মাঝে বেশি দেখা দেয়। কিন্তু সমাজের সুবিধা বঞ্চিত শিশুরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয় অধিকাংশ সময়। ঈদের আনন্দ সব শিশুর মাঝে ভাগাভাগি করতে নগরীর বিভিন্ন প্রান্তের সুবিধা বঞ্চিত, পথশিশু, এতিম শিশুদের মাঝে নতুন জামা বিতরণ, খাদ্য, মেহেদী ও সালামী প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পৃহা’। বৃহস্পতিবার রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে এ কর্মসূচী সম্পন্ন করা হয়। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন মিঞা নতুন জামা বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পৃহার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক এনামুল হাফিজ বাচ্চু, উপদেষ্টা শাহীনুর ইবনে হোসেন, সাংবাদিক ও সংগঠক রেজাউল করিম জীবন, মাহবুবুর রহমানসহ স্পৃহার অন্যান্য প্রতিষ্ঠাতাবৃন্দ। পরে ৫৬৫ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়। নতুন জামা বিতরণ শেষে সব শিশুকে একদিনে কিছুটা আনন্দ দেয়ার জন্য তাদের নাগর দোলায় উঠানো হয়, সবার হাত মেহেদী রঙে রাঙানো হয়। তাদের মাঝে বিস্কুট, চানাচুরসহ খাদ্য বিতরণ করা হয়। সবশেষে ঈদের সালামি নতুন টাকা প্রদান করা হয়। ঈদের নতুন জামা, খাবার, হাতে মেহেদী, সালামী পেয়ে সুবিধা বঞ্চিত শিশুরা খুশিতের আত্বহারা। সবাই খুশি নিয়ে বাড়ি ফেরে।
×