ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নাটোরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরন কর্মশালা

প্রকাশিত: ২০:২৪, ১২ নভেম্বর ২০১৫

নাটোরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরন কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, নাটোর॥ আগামী ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় পর্ব) উদ্যাপন উপলক্ষে নাটোরে জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেডিকেল অফিসার ডাঃ কুমার বাপ্পিরাজ সরকারের সঞ্চালনায় সিভিল সার্জনের কনফারেন্স রুমে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় ক্যাম্পেইনের নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ফেরদৌস নিলুফার। আগামী ১৪ নভেম্বর জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন চলাকালীন সময়ে মেডিকেল অফিসার ডাঃ কুমার বাপ্পিরাজ সরকারকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট কন্ট্রোল রুম খোলা হয়েছে। ক্যাম্পেইনে জেলার ১৩৮৮ টি কেন্দ্রে মোট ২,৩৩,৫৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ৩৭৩৫ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ২২৯৮৩ এবং ১২-৫৯ মাস বয়য়ী ২১০৬০৮ জন শিশুকে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে বলে কর্মশালায় জানানো হয়। নির্ধারিত কেন্দ্রের পাশাপাশি জেলায় ৬৮টি মোবাইল টিম ক্যাম্পেইনে অংশগ্রহন করার কথা রয়েছে।
×