ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চিটাগাং চেম্বারের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের মতবিনিময়

প্রকাশিত: ০৬:০৭, ৩০ অক্টোবর ২০১৪

চিটাগাং চেম্বারের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশী শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাংলাদেশস্থ কানাডিয়ান হাইকমিশন। বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রতিনিধির সঙ্গে এক মতবিনিময়কালে হাইকমিশনের সিনিয়র এডুকেশন এ্যাডভাইজর মিস শাহীন ইসলাম এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়নে সহযোগিতার বৃদ্ধিতেও দু’পক্ষ অঙ্গীকার ব্যক্ত করেছেন। চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে কানাডিয়ান হাইকমিশন প্রতিনিধি ও চেম্বারের মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। পরিচালকদের মধ্যে মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী ও মোঃ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। সভাপতি মাহবুবুল আলম ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু চট্টগ্রামের শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী করে তুলতে বিভিন্ন কর্মসূচী গ্রহণের জন্য কানাডিয়ান হাইকমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করে বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন জেলার সম্ভাবনাগুলো জাগিয়ে তোলার আহ্বান জানান।
×