ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারাদেশে ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৮:৪৩, ৮ এপ্রিল ২০২০

সারাদেশে ত্রাণসামগ্রী বিতরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে মঙ্গলবারও ত্রাণ বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি এদিন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান খাদ্য সহায়তা প্রদান করেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিরাজগঞ্জ সরকারের পাশাপাশি আওয়ামী লীগ মঙ্গলবার দুপুরে বাছাইকরা নিম্নœ আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি’র নিজস্ব অর্থায়নে কাজিপুরের সোনামুখী ইউনিয়নের পাঁচ শ’ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যমুনা নদীর দুর্গম চরসহ ১৮ ইউনিয়নে তার ব্যক্তিগত তহবিল ও সরকারী বরাদ্দ থেকে রিক্সা-ভ্যানচালক, দিনমজুর, ধোপা, নাপিত, চা দোকানিসহ নিম্নœ আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও সাবান বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে সোনামুখী ইউনিয়নে শহীদ এম মনসুর আলী স্মৃতি পরিষদ চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। পিরোজপুর মঙ্গলবার দুপুরে ৬ হাজার কর্মহীন শ্রমজীবী পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ। সদর উপজেলা পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান, মেম্বরদের কাছে শ্রমজীবী মানুষের জন্য খাদ্য সহায়তার খাদ্য সামগ্রী তুলে দেন। শ্রমজীবীদের পরিবারের জন্য দেয়া খাদ্য সমগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ৫০০ গ্রাম লবণ ও ১টি সাবান। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার মাস্ক, ১৬ হাজার হ্যান্ডওয়াশ, ৭ হাজার হ্যান্ড স্যানিটাইজার, ৫ হাজার সাবান এবং ২০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। বরিশাল কর্মহীন, অসহায় পরিবারের মাঝে মঙ্গলবার সকালে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কাতারের মিডনাইট ট্রেডিং এ্যান্ড ঠিকাদারি প্রতিষ্ঠান এবং দোহা আল-মদিনা ট্রেডিং এ্যান্ড ঠিকাদারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার নুর ইসলাম হাওলাদারের অর্থায়নে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের ৩৫০টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কমলাপুর তুলাতলা বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন অর্থদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ হাওলাদার, আয়োজক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ এমদাদ হোসেন হাওলাদার, পেট্রোবাংলার ডেপুটি ম্যানেজার ফেরদাউস হাওলাদার, পপুলার ডায়াগনস্টিকের কর্মকর্তা সানাউল হাওলাদার। নওগাঁ মঙ্গলবার সকালে নওগাঁ সদরে মুড মাহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ৫শ’ দিনমজুর, রিক্সাচালক, হোটেল শ্রমিক, হতদরিদ্র, মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুড মাহিলা উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা নির্মল কৃষ্ণ সাহা। চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামে দৈনিক আমার সংবাদের সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হাশেম রেজার উদ্যোগে এক হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় খাদ্য সহায়তা হিসাবে চাল, ডাল, আলু, তেল ও সাবান প্রদান করেন তিনি। মীরসরাই জোরারগঞ্জে ৪ আওয়ামী লীগ নেতার উদ্যোগে ৮০০ হতদরিদ্র, দিনমজুর পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেবি উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া, আওয়ামী লীগ নেতা নুরুল আবছার ও আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীরের উদ্যোগে বিশিষ্টজনদের সহযোগিতায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। যশোর মঙ্গলবার সকালে প্রাথমিকভাবে ২ হাজার ৬শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসেবে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ঝিকরগাছা ইউনিয়ন পরিষদ থেকে খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেন এমপি মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন।
×