ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে শনাক্ত হওয়া ২ করোনা রোগীর সংস্পর্শে থাকা ১৬ জনের নমুনা সংগ্রহ

প্রকাশিত: ০৭:১৩, ৬ এপ্রিল ২০২০

শেরপুরে শনাক্ত হওয়া ২ করোনা রোগীর সংস্পর্শে থাকা ১৬ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে হাসপাতালের এক নারী স্টাফসহ ২ নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তাদের সংস্পর্শে থাকা আরও ১৬ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। রবিবার রাতে সাতানি শ্রীবরদী এলাকার বাসিন্দা ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া (৫০) এবং সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকার গৃহবধূর (৪০) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও এলাকায় হুলস্থুল শুরু হয়। ফলে রাতেই ওই ২ নারীকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে ভর্তি করা হয়। সেইসাথে ওই আয়ার কর্মস্থল শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যাতায়াতকারী স্থানীয় প্রাইভেট ক্লিনিক নিবিড় ডায়াগনোস্টিক সেন্টার ও তার বসতবাড়িসহ আশেপাশের ২০টি বাড়ি এবং ওই গৃহবধূর স্বামীর বাড়িসহ পার্শ্ববর্তী লছমনপুর ইউনিয়নের লছমনপুর গ্রামস্থ পিতার বাড়িসহ আশেপাশের ৪০টি বাড়ি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এদিকে জেলা করোনা ভাইরাস সেবা ইউনিটের দায়িত্বে থাকা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন জানান, সোমবার দুপুরে ওই আয়ার সংস্পর্শে থাকা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ ২ জন ও তার বাড়ির ৪ জন এবং ওই গৃহবধূর স্বামীর বাড়ির ও পিতার বাড়ির ৪ জন করে ৮ জনসহ তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া ২ পল্লী চিকিৎসকের নমুনা সংগ্রহ করেছে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকালে সেগুলো পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হবে। এছাড়া রবিবার ঝিনাইগাতী উপজেলার ৪ জন ও শ্রীবরদী উপজেলার আরও ২ জনের সংগ্রহ করা নমুনা সোমবার সকালে ওই করোনা ইউনিটে পৌঁছানো হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত সেগুলো পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। এর আগে রবিবার পর্যন্ত জেলায় মোট ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ১৪ জনের রিপোর্টই নেগেটিভ আসে। অন্যদিকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলাসহ করোনা রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা সদর হাসপাতালে ৫০টিসহ ৫ উপজেলায় ১৫০টি আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
×