ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে সকল প্রবাসীর বাসার সামনে লাল পতাকা

প্রকাশিত: ০০:৫০, ২৫ মার্চ ২০২০

পটুয়াখালীতে সকল প্রবাসীর বাসার সামনে লাল পতাকা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে করোনাভাইরাস প্রতিরোধে বিদেশ ভ্রমনকারী ও প্রবাসীদের বাসার সামনে লাল পতাকা টানিয়েছে জেলা পুলিশ। আজ বুধবার বেলা ১১ টায় শহরের বিভিন্ন বাড়িতে লাল পতাকা টানিয়েছে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর নির্দেশনায় প্রথমে বড় অক্ষরে লাল-কালো রং দিয়ে হোম কোয়ারেন্টাইন লিখা স্টিকার লাগানো হয়েছে। আজ আবারও দেশে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখতে বাসার সামনে লাল পতাকা টানানো হয়েছে। তাদের মনিটরিং করা হচ্ছে। হোম কোয়ারেন্টাইন না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান এই কর্মকর্তা। এ দিকে চলতি মাসের শুরু থেকে জেলায় বিদেশ ভ্রমনকারী কিংবা প্রবাসীর মধ্যে ২৫ মার্চ পর্যন্ত মাত্র ৬২৫ জনকে হোম কোয়ারাইন্টাইনে আনা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারাইন্টাইনে আনা হয়েছে ১৮ জনকে। গত ২৪ ঘন্টায় ছাড়পত্র দেয়া হয়েছে ৭৮ জনকে। এ পর্যন্ত মোট ছাড়পত্র দেয়া হয়েছে ২৫৮ জনকে। এ সময় পর্যন্ত ০২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করা হয়েছে। যার মধ্যে একজনের রিপের্টে নেগেটিভ আসছে। যে কারনে এখন পর্যন্ত জেলায় কোন আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় নি।
×