ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

উন্মুক্ত স্থানে চলছে খেলাধূলা, নিয়ম না মানায় বাড়ছে ঝুঁকি

প্রকাশিত: ০৯:৩২, ২০ মার্চ ২০২০

উন্মুক্ত স্থানে চলছে খেলাধূলা, নিয়ম না মানায় বাড়ছে ঝুঁকি

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা আতঙ্কে ক্লাব পাড়ায় নিস্তব্ধতা নেমে আসলেও উন্মুক্ত স্থানগুলোতে এখনো ঝুঁকি নিয়ে চলছে খেলাধুলা। বিভিন্ন স্থানে খেলতে আসা তরুণরা করোনা নিয়ে সচেতন নন, মানছেন না কোনো নির্দেশনা। উল্টো দেখাচ্ছেন, খেলা চালিয়ে যাওয়ার বাহানা। তবে দুয়েকজন নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন। খাঁ খাঁ করছে আবাহনী মাঠ। চারদিকে শুধু শূণ্যতা। ঘর বন্দি থাকতে আর কতক্ষণ ভালো লাগে। জুমার নামাজ পড়ে মাঠের এককোণে আড্ডায় মেতে উঠলেন কয়েকজন খেলোয়াড়। এ মাঠেই চলতো তাদের নিয়মিত অনুশীলন। সবকিছু এখন থমকে আছে। আবার কবে স্বাভাবিক হবে কারো জানা নেই। শেখ জামাল ধানমন্ডি ক্লাব আরো বেশি সতর্ক। কেউ প্রবেশ করলেই হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে। কিছু রুটে দুরপাল্লার বাস বন্ধ থাকায় কয়েকজন ফুটবলার ক্লাবে আছেন। তবে, দুয়েকদিনের মধ্যে গেটও বন্ধ করে দেয়া হবে। একজনের হাত ঘুরে বল যাচ্ছে আরেকজনের হাতে। ঘষামাজা করে বোলারকে দেয়া হচ্ছে। ব্যাটিংয়ের পর একই বল যাচ্ছে ফিল্ডারের হাতে। এভাবে ঝুঁকি নিয়ে চলছে খেলাধুলা। সব ধরনের ক্রিকেট বন্ধের কথা বলা হলেও উন্মুক্তস্থানের এ খেলা বন্ধ করবে কে? এ তরুণদের সঙ্গে কথা বলে জানা গেলো, অধিকাংশই সচেতন নন, কারো কারো আছে নানা ভুল ধারণাও। একই গ্লাভস ব্যবহার করতে দেখা গেছে কয়েকজনকে। করোনা প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা থেকে যদি কিছু মানুষ বাদ পড়ে, অন্যদের জন্য ঝুঁকি বাড়বে। তাই উন্মুক্ত স্থানে খেলাধুলার ব্যাপারটিও নজরে আনা জরুরি নয় কি?
×