ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস কাবাডি

প্রকাশিত: ০৮:১৩, ৯ মার্চ ২০২০

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস কাবাডি

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে হাতেগোনা কয়েকটি ডিসিপ্লিন যাচ্ছে তৃণমূল পর্যায়ে। তাদেরই একটি কাবাডি। আন্তঃ ইউনিয়ন নিয়ে উপজেলা, আন্তঃ উপজেলা নিয়ে জেলা-এরপর আট বিভাগে হবে আঞ্চলিক পর্ব। এই পর্বও শুরু হয়ে যাচ্ছে কাল থেকে। ভোলায় বরিশাল বিভাগীয় অঞ্চলে স্বাগতিকরা ছাড়া খেলবে বরিশাল, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও ঝালকাঠি। প্রতি বিভাগ থেকে একটি করে পুরুষ ও নারী দল উঠে আসবে চূড়ান্ত পর্বে। ৪-৯ এপ্রিল পর্যন্ত পল্টন মাঠে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে পুরুষ বিভাগে আট বিভাগীয় চ্যাম্পিয়নদের সঙ্গে সরাসরি খেলবে সাত সার্ভিসেস দল বর্ডার গার্ড বাংলাদেশ, নৌ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বাংলাদেশ জেল ও ফায়ার সার্ভিস। নারী বিভাগে আট বিভাগ সেরা দলগুলোর সঙ্গে যোগ হবে আনসার ও ভিডিপি, বিজেএমসি এবং পুলিশ।
×