ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টঙ্গী রেল স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশিত: ০১:৪৮, ৭ মার্চ ২০২০

টঙ্গী রেল স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গী রেল স্টেশনে একদল ছিনতাইকারীর ছুরিকাঘাতে এলিট গ্রুপের এক কর্মচারী নিহত হয়েছেন। তার নাম রাকিবুল ইসলাম (২৬)। শুক্রবার দিবাগত গভীর রাতে ট্রেনে করে দেশের বাড়ি থেকে ছুটি শেষে ঢাকার কর্মস্হলে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে তিনি নিহত হন। তার পিতার নাম আবদুল ওয়াদুদ। দেশের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আজেগেরা গ্রামে। টঙ্গী রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জনকণ্ঠকে জানান, ঢাকায় এলিট গ্রুপের প্রধান কার্যালয়ে কাজে যোগ দিতে শুক্রবার রাতে ঢাকার উদ্দেশে রওনা দেন রাকিবুল। রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গী রেল জংশনে ঢাকা গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী জংশনে এসে থামে। যাত্রী নেমে যাবার পর রাকিবুল ট্রেনের দরজায় দাড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় ৫/৬ জনের একদল ছিনতাইকারী তার কাছ থেকে মেবাইলফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। রাকিবুলও ছিনতাইকারীদের পিছু নিয়ে দৌড়াতে থাকে। মানিব্যাগ ও মোবাইলফোন ফিরে পেতে ছিনতাইকারী দলের সঙ্গে রাকিবুলের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। এ সময় ছিনতাইকারীদল দ্রুত ঝামেলা এড়াতে তাদের কাছে থাকা ধারালো ছোড়া দিয়ে রাকিবুলের পেটে উপুর্যুপরি ছুরিকাঘাত। ঘটনাস্থলেই মারা যান রাকিবুল। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। উল্লেখ করা যেতে পারে, টঙ্গী রেল স্টেশনের আশপাশ এলাকা সন্ধ্যার পর থেকে ছিনতাইকারী, চোর, বাটপারদের অভয়ারণ্যে পরিণত হয়। দিনেদুপুরেও ছিনতাইয়ের ঘটনা ঘটে এখানে। টঙ্গী রেলওয়ে স্টেশন এখন ছিনতাইকারী ছাড়াও মদ, জুয়া, হিরোইনচি ও বাবাখোরদের আস্তনায় পরিণত হয়েছে।
×