ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেডারেশনের বিরুদ্ধে জাতীয় নারী দলের মামলা!

প্রকাশিত: ০৯:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২০

ফেডারেশনের বিরুদ্ধে জাতীয় নারী দলের মামলা!

স্পোর্টস রিপোটার ॥ মার্কিন সকার ফেডারেশনের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির জাতীয় নারী দল৷ লিঙ্গ বৈষম্যের অভিযোগ এনে সাড়ে ছয় কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণ চেয়েছেন তারা৷ নারী ফুটবলারদের দাবি, পুরুষ ফুটবলারদের তাদের চেয়ে অনেক বেশি বেতন দেয়া হয়৷ এর পক্ষে নানা কাগজপত্র লস এঞ্জেলেস ডিস্ট্রিক্ট কোর্টে জমা দিয়েছেন তারা৷ আবেদন জানিয়েছেন কাগজপত্র বিবেচনা করে যাতে পূর্ণ শুনানি ছাড়াই তাদের এ ক্ষতিপূরণ দেয়া হয়৷ অন্যদিকে, সকার ফেডারেশনের দাবি পুরুষ ও নারী ফুটবলারদের সমান বেতন দেয়া হয়৷ প্রতিষ্ঠানটি বলছে, নারী ফুটবলারদের সঙ্গে সবশেষ সমঝোতা অনুযায়ী তাদের বরং পুরুষদের চেয়ে বেশি সুবিধাই দেয়া হয়৷ এসব সুবিধার মধ্যে রয়েছে সুনির্দিষ্ট বার্ষিক বেতন, স্বাস্থ্য ও দন্ত বিমা, শিশুসেবা বিমা, জরুরি মাতৃত্বকালীন ছুটিসহ আরো নানা কিছু৷ এছাড়া তাদের বেশ কয়েকটি বোনাস এবং অবসর ভাতা দেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছিল বলে জানিয়েছে ফেডারেশন৷ সম্প্রতি কনকাকাফ অলিম্পিক বাছাইয়ে শিরোপা অর্জন করে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল। এসব যুক্তি তুলে ধরে মামলা খারিজ করে দেয়ার আবেদন জানিয়েছে মার্কিন সকার ফেডারেশন৷ এদিকে, নারী ফুটবলারদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির পুরুষ জাতীয় দল৷ গত সপ্তাহে দেয়া এ বিবৃতিতে নারীদের বেতন অন্তত তিনগুণ করার আহ্বান জানানো হয়৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নারীদের ২০১৭-২০২১ যে চুক্তি হয়েছে, তা পুরুষদের ২০১১-২০১৮ চুক্তির চেয়েও খারাপ৷ কর্মস্থলের পরিবেশ এবং বেতন নিয়ে ফেডারেশন নারীদের প্রতি বৈষম্য করেই চলেছে৷'' আদালত দু পক্ষকে আলোচনায় বসায় কথা বলেছে৷ তবে নিজেদের মধ্যে মীমাংসা না করতে পারলে ৫ মে থেকে এ মামলার শুনানি শুরু হবে বলেও জানিয়েছে লস এঞ্জেলেস ডিস্ট্রিক্ট কোর্ট৷ মূলত গত বছরের মার্চে প্রথম বৈষম্যের ক্ষতিপূরণ চেয়ে আদালতে যান মার্কিন নারী জাতীয় দলের ফুটবলাররা৷ সে বছরই জুলাইয়ে নারী বিশ্বকাপে চ্য়াম্পিয়নও হন তারা৷
×