ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস প্রতিরোধে দেশের স্বাস্থ্য খাত সব দিক দিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, গত ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি বিদেশ ফেরত মানুষকে স্ক্রিনিং করা হয়েছে এবং ৭৯ জন সন্দেহভাজন ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে। দেশে এখন পর্যন্ত একজনও করোনাভাইরাস রোগে সংক্রমিত হয়নি। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীনা দূতাবাস কর্তৃক করোনাভাইরাস প্রতিরোধে ট্রিটমেন্ট প্রটৌকল গাইড বই ও করোনাভাইরাস পরীক্ষার জন্য ৫০০ কিটস হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। কিটস হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, চীনের রাষ্ট্রদূত লি জিমিং, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদি সেব্রিনা ফ্লোরাসহ উভয় দেশের অন্য কর্মকর্তারা। করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেয়া আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। ভাইরাসটি প্রতিরোধে সদা তৎপর সরকার। ভবিষ্যতে করোনাভাইরাস সংক্রমিত কোন রোগী দেশে প্রবেশ করলে বা একাধিক রোগী আক্রান্ত হলে তার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। আর চিকিৎসার জন্য দেশী ২ হাজার কিটস থাকার পাশাপাশি চীন আরও ৫০০ কিটস প্রদান করায় দেশে করোনাভাইরাস চিকিৎসায় কিটসের আর কোন সমস্যাই থাকছে না। এই ভাইরাসটির চিকিৎসা করতে দেশের ট্রিটমেন্ট প্রটোকলের পাশাপাশি চীনের ট্রিটমেন্ট প্রটৌকল হাতে আসায় করোনাভাইরাস চিকিৎসায় আর ভয়ের কিছু থাকবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর সময় আমাদের চিকিৎসকরা যেভাবে সফলতা দেখিয়েছে তা বিশ্বে বিরল। করোনাভাইরাস চিকিৎসায় দেশ আগে থেকেই যেরকম প্রস্তুতি নিয়েছে এবং চিকিৎসকদের ভাইরাসটির চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে তাতে দেশের চিকিৎসকদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস বহুগুণ বৃদ্ধি পেয়েছে। চিকিৎসার সকল ক্ষেত্রেই আমাদের চিকিৎসকদের এই ধারা অব্যাহত রাখতে হবে। বিগত সময়ে কিছুসংখ্যক নতুন নতুন ভাইরাসে বিশ্বের অনেক দেশ মারাত্মকভাবে আক্রান্ত হলেও অত্যন্ত সফলতার সঙ্গে তা মোকাবেলা করেছে বাংলাদেশ। আশা করি এবারও সফল হবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে চীনের পক্ষে চায়নার রাষ্ট্রদূত লি জিমিং ৫০০ করোনা কিটস ও ট্রিটমেন্ট প্রটৌকল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেন। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরে উচ্চ পর্যায়ের সভা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের করণীয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে অধিদফতরের মহাপরিচালকের সম্মেলন কক্ষে এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ। আলোচনায় অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাঃ এবিএম আবদুল্লাহ, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল ডাঃ মোঃ মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাঃ সানিয়া তহমিনা, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ খান আবুল কালাম আজাদ, আইইডিসিআরের পরিচালক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক প্রফেসর ডাঃ শাহনীলা ফেরদৌসী, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক প্রফেসর ডাঃ এম এ ফয়েজ, আইইডিসিআরের সাবেক পরিচালক প্রফেসর ডাঃ মাহমুদুর রহমান, রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক প্রফেসর ডাঃ বেনজির আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাঃ হাম্মাম এল সাক্কা, ইউএস সিডিসির স্থানীয় পরিচালক ডাঃ মাইকেল ফ্রিডম্যান, সেনা মেডিক্যাল সার্ভিসের উপপরিচালক ব্রিগেডিয়ার ডাঃ জুলফিকার প্রমুখ। সভায় করোনাভাইরাস প্রতিরোধে চলমান প্রস্তুতি ও কর্মসূচী নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। নিয়মিত অবহিতকরণ সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক সাংবাদিকদের নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে মঙ্গলবার আইইডিসিআর মিলনায়তনে করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে বিশ্ব, বাংলাদেশ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, আরব আমিরাত, ইরান ও ইতালির পরিস্থিতি তুলে ধরেন আইইডিসিআরের পরিচালক প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, আইইডিসিআরের ভাইরোলজি ল্যাবরেটরিতে সন্দেহজনক করোনাভাইরাসে আক্রান্তদের নমুনা পরীক্ষা করে এ যাবত কারো নমুনাতে করোনাভাইরাস পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমানবন্দরসমূহ, সমুদ্রবন্দরমূহ, স্থলবন্দরসমূহে বিদেশ থেকে আগত সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। আজ কোন করোনা লক্ষণযুক্ত যাত্রী পাওয়া যায়নি।
×