ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে দু’বোনসহ মলম পার্টির চার সদস্য আটক

প্রকাশিত: ০৯:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২০

গাজীপুরে দু’বোনসহ মলম পার্টির চার সদস্য আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে দু’বোনসহ মলম পার্টি চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ছোরা, অজ্ঞান কাজে ব্যবহৃত মলম, মোবাইল ফোন, ক্রেডিট কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলো জামালপুর জেলা সদরের বাঘেরহাটা এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ রাজু আহম্মেদ(২৪), কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার কারখানাপাড়া এলাকার ফুল মিয়ার ছেলে রাসেল মিয়া (১৯), ময়মনসিংহের গৌরীপুর থানার চনাটি গ্রামের মৃত তাহের আলীর মেয়ে তানিয়া আক্তার (২২) ও তার বোন সাজেদা আক্তার (১৮)। র‌্যাব-১ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে মলম পার্টি চক্রের কয়েক সদস্য বুধবার রাতে অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব-১’র সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মলম পার্টি চক্রের ওই জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত দুইটি মলম, তিনটি ক্রেডিট কার্ড, তিনটি মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়। র‌্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মলম পার্টির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে এ চক্রের সঙ্গে কাজ করতো। এ চক্রের সদস্যরা একে অপরের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন যাবত মলম দ্বারা পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের অজ্ঞান করে টাকা-পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিল। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
×