ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে দু’দল চোরাকারবারির গুলিবিনিময় ॥ নিহত এক

প্রকাশিত: ০৯:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২০

দিনাজপুরে দু’দল চোরাকারবারির গুলিবিনিময় ॥ নিহত এক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বোচাগঞ্জ উপজেলায় চোরাকারবারিদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আইয়ুব আলী (৫৫) নামে ১৯ মামলার এক আসামি নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে উপজেলার হাটরামপুর বাজারের পাশে শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী উপজেলার রেল কলোনি এলাকার আব্দুর রহমানের ছেলে ও বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গোয়েন্দা পুলিশের দাবি, আইয়ুব আলী মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে এবং ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম গোলাম রসুল জানান, সোমবার রাতে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগান এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযানে যায়। তারা শালবাগানের ভেতর পৌঁছালে, দু’দল চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির শব্দ পেয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে শালবাগানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। দিনাজপুর এম. আব্দুর রহিম হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি মাদক কারবারি আইয়ুব বলে শনাক্ত করা হয়। ডিবি ওসির দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে এই গোলাগুলি ও খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দুইটি অবিস্ফোরিত ককটেল, দুইটি হাঁসুয়া ও ২০০ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
×