ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আহমদ শরীফ ছিলেন সত্যিকারের বুদ্ধিজীবী

প্রকাশিত: ১১:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০২০

আহমদ শরীফ ছিলেন সত্যিকারের বুদ্ধিজীবী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ অধ্যাপক আহমদ শরীফের রাজনৈতিক বিশ্বাস, ধারণা, ত্যাগ ও অবদান শ্রেণী সংগ্রামের মাধ্যমে সমাজের সাধারণ মানুষের মুক্তির সঙ্গে সম্পৃক্ত ছিল। তিনি ছিলেন একজন প্রকৃত বুদ্ধিজীবী, যিনি কখনও ক্ষমতার সামনে মাথানত করেননি। খ্যাতিমান শিক্ষাবিদ, দার্শনিক, সমালোচক, লেখক ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের প-িত ড. আহমদ শরীফের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে ‘স্বদেশ চিন্তা সঙ্ঘ’। এ সময় ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আহমদ শরীফ ছিলেন একজন অধ্যাপক, লেখক ও গবেষক। এত গুণের সমাহার তাকে অসাধারণ করে তুলেছিল। তার শ্রেণী সংগ্রামের রাজনৈতিক বিশ্বাস ও ইতিহাস পর্যবেক্ষণ তার চিন্তা-ভাবনাকে প্রাণবন্ত করে তুলেছিল। তিনি অনুধাবন করেছিলেন, জ্ঞান আহরণ ছাড়া বিপ্লব অসম্ভব।
×