ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উপস্থাপনায় সুমির সাফল্য

প্রকাশিত: ০৭:৫১, ২৭ জানুয়ারি ২০২০

 উপস্থাপনায় সুমির সাফল্য

সংস্কৃতি ডেস্ক ॥ নাহিদা আফরোজ সুমি একজন দর্শকপ্রিয় উপস্থাপিকা। হয়েছেন গানের ভিডিওর মডেলও। তবে অভিনয়ের আগ্রহও আছে তার। অথচ তার স্বপ্ন ছিল গানের ভুবনে কোন একদিন রাজত্ব করার। কিন্তু ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে অনার্স পড়াশোনাকালীন সুমির বাবা আলাউদ্দিন আহমেদ মারা যান। পরিবারে মা রওশন আরা আহমেদ এবং একমাত্র ভাই রাসেলকে নিয়ে যেন এক অনিশ্চিত জীবনের মুখোমুখি হয়ে পড়েছিলেন সুমি। কিন্তু নিজের মনকে শক্ত করে পরিবারের হাল না ধরতে পারলেও নিজের খরচের টাকার জোগানের চেষ্টায় মগ্ন হয়ে গেলেন সুমি। সেই সময় সুমি জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে নানাবিধ সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করতেন। একসময় ফোন আসল ঢাকা এফএম থেকে। নতুন উপস্থাপক হিসেবে কাজ করার সুযোগ হয়ে গেল তার ঢাকা এফএমএ। আর এখানে টানা দেড় বছর কাজ করতে গিয়ে এবং জীবনের প্রয়োজনে গান থেকে দূরেই সরে আসতে হলো। বিরতি নিতে হলো অনার্স পরীক্ষার সময়। মাস্টার্সের সময় যুক্ত হলেন কালারস রেডিওতে একজন আরজে হিসেবে। সেখানেই আছেন এখনও বিগত ছয় বছর ধরে। উপস্থাপনায় নিজেকে সুমি এমনভাবে জড়িয়ে নিলেন, প্রেমে পড়ে গেলেন উপস্থাপনার। আর এ কারণে বহুদূরে সরে গেলেন গান থেকে। অবশ্য সুমির ভাষ্য যেহেতু রবীন্দ্র সঙ্গীতের প্রতি তার দুর্নিবার আকর্ষণ ছিল। কিন্তু বাংলাদেশে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া এবং জীবন নির্বাচন করা অনেক কঠিন বিষয়। তাই গান থেকে দূরে সরে এসে উপস্থাপনাতেই নিজেকে মগ্ন করলেন। নিজের কর্মজীবন প্রসঙ্গে নাহিদা আফরোজ সুমি বলেন, উপস্থাপনা আমি ভীষণ উপভোগ করছি। শুরু থেকেই উপস্থাপনার প্রতি এতটাই প্রেম জেগেছে মনের ভেতর যে জীবনের এই পর্যায়ে এসে আর অন্য কোনকিছুই পেশা হিসেবে নেয়ার বিকল্প ভাবিও না আমি। আমি মনে প্রাণে চাই উপস্থাপনা করেই যেন জীবন পার করে দিতে পারি। কারণ উপস্থাপনা জীবনের অন্য এক দুনিয়া। মানুষকে নানাভাবে জানার বোঝার এ এক অন্য প্রক্রিয়া। তাছাড়া উপস্থাপনাতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধও করি। এদিকে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করতে গিয়ে পরিচয় হয় হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবিবের সঙ্গে। সুমি তার এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন যে, হুমায়ূন আহমেদের রূপা চরিত্রটি নিয়ে যদি কখনও নাটক নির্মাণ করা হয় তাহলে আহসান হাবিব সেই চরিত্রের জন্য সুমির কথাই ভেবেছেন। বিষয়টি জানার পর থেকে রূপা চরিত্র নিয়ে সুমিও স্বপ্ন দেখা শুরু করেছেন। হয়ত কোন একদিন এই স্বপ্ন পূরণও হয়ে যেতে পারে। এদিকে এরই মধ্যে হুমায়ূন আহমেদকে নিয়ে ইউসুফ ও আনিকার গাওয়া ‘কোথা কেউ নেই’ গানে মডেল হয়েছেন সুমি। ইউসুফ আহমেদ খানের ‘অলস সময়’ গানে মডেল হিসেবে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি। শীঘ্রই ইউসুফের গাওয়া ‘তুমি মেঘ তাই আমি বৃষ্টি চাই’ গানটিও প্রকাশ হতে যাচ্ছে যাতে মডেল হয়েছেন সুমি। এরই মধ্যে গত মাসে সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে এম ফিল সম্পন্ন করেছেন। গত ২৪ ও ২৫ জানুয়ারি তিনি মির্জাপুর ক্যাডেট কলেজের রিইউনিয়নের উপস্থাপনা করেও প্রশংসা কুড়িয়েছেন।
×