ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

৪ পর্বে ঘোষিত আগামী বছরের বিশ্ব এজতেমা ১ পর্বে অনুষ্ঠানে মেয়র জাহাঙ্গীরের উদ্যোগ

প্রকাশিত: ০৭:১৬, ২২ জানুয়ারি ২০২০

৪ পর্বে ঘোষিত আগামী বছরের বিশ্ব এজতেমা ১ পর্বে অনুষ্ঠানে মেয়র জাহাঙ্গীরের উদ্যোগ

নূরুল ইসলাম টঙ্গী থেকে ॥ টঙ্গীতে সদ্য সমাপ্ত তাবলীগ জামাতের বিশ্ব এজতেমায় দু'গ্রুপের পক্ষ থেকে দু'পর্ব করে আগামী বছর ৪ পর্বে এজতেমা অনুষ্ঠান করার ঘোষণায় স্হানীয় বাসিন্দা এবং সাধারণ তাবলীগ অনুসারী মুসল্লীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ৪ পর্বে বিশ্ব এজতেমা অনুষ্ঠানে এজতেমার শুধু ঐতিহ্যই ক্ষুন্ন হবে না এর পাশাপাশি ইসলামী ভাবগাম্ভীর্যতা ও শ্রদ্ধাবোধও মারাত্মকভাবে ক্ষুন্ন হবে। সাধারণ তাবলীগ অনুসারী মুসল্লী থেকে শুরু করে কেউই চাচ্ছেন না ৪ পর্বে বিশ্ব এজতেমার অনুষ্ঠান হউক। এমন পরিস্থিতিতে বিশ্ব এজতেমা আয়োজনে বিশেষ ভূমিকায় থাকা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম ৪ পর্বের বিশ্ব এজতেমাকে ১ পবের্ে নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে দু'পক্ষের মুরুব্বিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। দৈনিক জনকন্ঠের স্হানীয় প্রতিনিধি নূরুল ইসলােেমর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, তাবলীগ জামাতের আলেমী সুরার সদস্য যোবায়ের গ্রুপ এবং সা'দ গ্রুপের শীর্ষ মুরুব্বিদের সাথে তাঁর কথা হয়েছে, এক সঙ্গে মিলেমিশে বিশ্ব এজতেমা অনুষ্ঠান করার। উভয় পক্ষের মুরুব্বিরা তাঁকে কথা দিয়েছেন উদ্যোগ নিলে তার ডাকে মুরুব্বিরা সাড়া দেবেন। শীঘ্রই দু'পক্ষের শীর্ষ মুরুব্বিদের সঙ্গে বসে ভাল একটা ফয়সালায় যাওয়ার ব্যাপারে মেয়র জাহাঙ্গীর খুবই আশাবাদী। এদিকে টঙ্গী-গাজীপুরের স্হানীয় অধিবাসীরা বলছেন, তাবলীগ জামাতের দুু'গ্রুপ যদি ৪ পর্বে বিশ্ব এজতেমা অনুষ্ঠান শুরু করে তাহলে টঙ্গীসহ এর আশপাশ এলাকা এক মাসব্যাপী অচলাবস্থা দেখা দিবে। ইতিমধ্যে দেখা গেছে, দুু'পর্বের এজতেমায় লাখ লাখ মুসুল্লীর উপস্হিতিতে টঙ্গীসহ এর আশপাশ এলাকার স্কুল-কলেজে গুলো ১০ দিন ধরে বন্ধ রাখতে হয়। এতে স্কুুল-কলেজে যেগ দিতে না পারা ছাত্র-ছাত্রীদের মাঝে লেখা পড়ায় দেখা দেয় এক ধরনের অস্হিরতা আর হতাশা। টঙ্গীতে লাখ লাখ মানুুুুষের উপস্থিতির কারনে ১০ দিনব্যাপী সর্বত্র দেখা দেয় অচলাবস্থা। যানবাহনের যোগযোগ ব্যবস্হায়ও চলে আসে স্হবিরতা। সব কিছু মিলিয়ে এজতেমা দু'পর্বে চালাতে গিয়েই সর্বত্র চলে আসে অচলাবস্হা। তার উপর এখন এখন দু'গ্রুপ আলাদাভাবে ঘোষণা করেছে আগামী বছর এজতেমা ৪ পর্বে অনুষ্ঠানের। এহেন পরিস্হিতিতে টঙ্গীতে ৪ পর্বে এজতেমার আয়োজন হলে পুরো টঙ্গীতে এক মাসব্যাপী দেখা দেবে চরম অচলঅবস্হা, ভেঙ্গে পড়বে স্বাভাবিকতা। এমন অচলাবস্হা নেমে আসবে পুরো যোগাযোগ ব্যবস্হায়ও। শিল্প প্রতিষ্ঠান গুলোর চাকরি-বাকরি ও বেতনাদি পরিশোেেধ দেখা দেবে ব্যাপক সংকট। ৩ দিন করে ৪ পর্বে এজতেমা হলে মূল সময় লাগে ১২ দিন। স্হানীয় প্রশাসন, সেবা সংস্হার কার্যক্রম এজতেমা শুরুর আগে এবং পরে ২ দিন করে আরো ৮ দিন যোগ হলে পুরো এক মাসই চলে যাবে এজতেমায় যোগ দিতে আসা লাখ লাখ মুসল্লীদের দেখভাল করার মধ্য দিয়ে। তাবলীগ জামাতের দু'গ্রুপ আলাদাভাবে আগামী বছরের বিশ্ব এজতেমার যে তারিখ ঘোষণা দিয়েছেন, তা হচ্ছে, যোবায়ের গ্রুপ ডেকেছেন, প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারী এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারী। মাওলানা সা'দ গ্রুপের ওয়াসেকুল ইসলাম গং ডেকেছেন, প্রথম পর্ব ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর এবং দ্বিতীয় পর্ব ১, ২ ও ৩ জানুয়ারী। দু'পক্ষের শীর্ষ মুরুব্বিদের ৪ পর্বে বিশ্ব এজতেমা অনুষ্ঠান ঘোষণায় স্হহানীয় সকল মহলকে ভাবিয়ে তুলেছে।এদিকে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম সকলকে আশ্বস্ত করে বলেছেন, এজতেমার শীর্ষ মুরুব্বিদের সঙ্গে যতটুকু কথা হয়েছে তাতে তিনি শতভাগ আশাবাদী দু'পক্ষকে একসঙ্গে এজতেমা করানোর ব্যাপারে। তিনি বলেন, এজতেমার শীর্ষ মুরুব্বিরা তাকে কথা দিয়েছেন তাঁরা এজতেমা এক সাথে করার। মেয়র বলেন, প্রথমিক আলোচনার ধারাবাহিকতায় এটাই প্রতীয়মান হয়েছে মধ্যস্হাতায় দু'পক্ষকে একত্রে বসিয়ে একটি ফলপ্রসূ সিদ্ধান্তে নিয়ে আসা যাবে। সাধারণ তাবলীগ অনুসারী মুসল্লীরাও তাবলীগ জামাতে কোন বিভেদে থাকতে চান না। মুরুব্বিরাও চান ইসলামের প্রচার এক মঞ্চ থেকেই হউক। মেয়র জাহাঙ্গীর আলম আরো বলেন, এক পর্বে বিশ্ব এজতেমা অনুষ্ঠানের বিষয়ে দুই পক্ষের মুরুব্বিদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসার একটি সিদ্ধান্ত রয়েছে। তাবলীগের দু'পক্ষের শীর্ষ মুরুব্বিরাও এতে সায় দিয়েছেন।
×