ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদালতে ওসি মোয়াজ্জেমের কান্না, নির্দোষ দাবি

প্রকাশিত: ১৩:২৮, ১৫ নভেম্বর ২০১৯

আদালতে ওসি  মোয়াজ্জেমের  কান্না, নির্দোষ  দাবি

কোর্ট রিপোর্টার ॥ নিজেকে নির্দোষ বলে দাবি করে কান্নায় ভেঙ্গে পড়লেন সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন। নুসরাত জাহান রাফির যৌন হয়রানি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেয়ার মামলায় আত্মপক্ষ শুনানিতে এই আসামি বললেন, নুসরাতকে তিনি বলেছিলেন, ’তুমি আমার মেয়ের মতো’। তারপর প্রমাণাদির জন্য কিছু উদ্যোগ নিয়েছিলেন। বৃহস্পতিবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এ আত্মপক্ষ শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ শুনানি শেষে আগামী ২০ নবেম্বর যুক্তিতর্কের দিন ধার্য করেন। বৃহস্পতিবার মামলাটির আত্মপক্ষ শুনানি দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয়। সে সময় ওসি মোয়াজ্জেম কাঠগড়ায় দন্ডায়মান ছিলেন। ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম শুনানির শুরুতে ওসি মোয়াজ্জেমের উদ্দেশে তার বিরুদ্ধে চার্জগঠন এবং বাদীসহ ১১ জনের সাক্ষ্যে অভিযোগ পড়ে শুনিয়ে জিজ্ঞাসা করেন, দোষী না নির্দোষ? জবাবে নিজেকে নির্দোষ বলে দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন ওসি মোয়াজ্জেম। এরপর বিচারক ওসি মোয়াজ্জেমের কিছু বলার আছে কি না এবং সাফাই সাক্ষ্য দিবেন কিনা জানাতে চান। জবাবে সে জানায়, সাফাই সাক্ষ্য দিবেন না, তবে নিজে লিখিত বক্তব্য দিবেন। লিখিত বক্তব্যের কিছু তিনি মৌখিকভাবে বলতে চান। বিচারক অনুমতি প্রদান করেন। এরপর তিনি মৌখিক বক্তব্য শুরু করেন। মৌখিক বক্তব্যে ওসি মেয়াজ্জেম বলেন, ২০১৮ সালের ১ নবেম্বর আমি সোনাগাজী থানার ওসি হিসেবে যোগদান করি। আমার চাকরিকালীন প্রিন্সিপাল সিরাজ সম্পর্কে বিভিন্ন অভিযোগ শুনেছি। কিন্তু থানায় কেউ অভিযোগ করতে আসেনি। তিনি বলেন, আমি এ মামলার মাধ্যমে বড় সাজা পেয়েই গেছি। আমার ছেলে স্কুলে যেতে পারে না। আমার মেয়ে এবং মা শয্যাশায়ী। আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি ১০টি খুন করলেও এমন সাজা বোধ হয় আমার হতো না। এ সময় সে কান্নায় ভেঙ্গে পড়েন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি এতই ঘৃণিত হয়ে গেছি যে, রংপুরে আমাকে ক্লোজ করার পর আমার বিরুদ্ধে জুতা মিছিল হয়েছে। পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোয় এমনটা হয়েছে। তিনি বলেন, এ মামলার আইও আমাকে ডাকলে আমি তাকে তদন্তে সহযোগিতা করেছি। আমি বলতে পারতাম মোবাইল হারিয়ে গেছে। কিন্তু আমি তা করিনি। কিন্তু দুর্ভাগ্য আইও সঠিকভাবে তদন্ত করেন নাই।
×