ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গার বিচার দাবিতে রংপুরে আওয়ামী লীগ বিএনপি বাম এক কাতারে

প্রকাশিত: ১০:২৩, ১৪ নভেম্বর ২০১৯

 রাঙ্গার বিচার দাবিতে রংপুরে আওয়ামী  লীগ বিএনপি  বাম এক কাতারে

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৩ নবেম্বর ॥ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও রাঙ্গার বিচার দাবিতে রংপুরে আওয়ামী লীগ-বিএনপি-বাম এক কাতারে রাস্তায় দাঁড়িয়েছে। তৃতীয় দিনের মতো বুধবারও রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নগরীর কাচারিবাজারে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে নব্বই’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের উপস্থিতিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি করে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শুধু শহীদ নূর হোসেনের পরিবার ও গণতন্ত্রকে অপমান করেননি। তিনি রংপুর অঞ্চলের সহজ-সরল মানুষকে অপমান করেছেন, অপমান করেছেন এদেশের মুক্তিকামী সংগ্রামী মানুষদের। এই কটূক্তির জন্য শুধু বিবৃতি দিয়ে ক্ষমা চাইলে দেশের মানুষ রাঙ্গাকে ক্ষমা করবে না। এজন্য জাতীয় সংসদে দাঁড়িয়ে এবং নূর হোসেনের মায়ের কাছে সশরীরে গিয়ে ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা চাওয়াই নয়, তার বিচারের দাবিও জানান তারা। দ্রুত ক্ষমা না চাইলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে রাঙ্গাকে দমন এবং তাকে রংপুরে ঢুকতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। এছাড়া তার (রাঙ্গা) অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
×