ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই বছর হচ্ছে না বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল!

প্রকাশিত: ০৮:০৭, ১৩ নভেম্বর ২০১৯

এই বছর হচ্ছে না বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল!

স্পোর্টস রিপোর্টার ॥ এসএ গেমসে নারী ফুটবল দলকে না পাঠানোর সিদ্ধান্ত। তারপর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল নিয়েও ধোঁয়াশা সৃষ্টি করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথম সিদ্ধান্ত-চার দল, দ্বিতীয় সিদ্ধান্ত- ছয় দল, তৃতীয় ও সর্বশেষ সিদ্ধান্ত- খেলাই হবে না, টুর্নামেন্ট স্থগিত, তাও দুই বা তিন মাসের জন্য! বার বার এমন উদ্ভট সিদ্ধান্ত নিয়ে ফুটবলপ্রেমীদের হাসির খোরাকে পরিণত হয়েছে দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি। জাতির জনকের নামের ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হওয়ার কথা ছিল আগামী ২১ নভেম্বর থেকে। শুরুতে কথা ছিল চার দল নিয়ে হবে এই আন্তর্জাতিক ফুটবল আসরটি। কিন্তু দলের সংখ্যা অনেক কম হওযাতে এ নিয়ে ফুটবলপ্রেমীরা সমালোচনায় মুখর হলে টনক নড়ে বাফুফের। দ্রুতই তারা সিদ্ধান্ত নেয় দলের সংখ্যা বাড়িয়ে ৬টি করা হবে। তবে যথাসময়ে টুর্নামেন্টটি শুরু করা সম্ভব হবে কি না, সে বিষয়ে তখন কিছু নিশ্চিত করে জানায়নি বাফুফে। তবে বুধবার বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন জানিয়েছেন, যথাসময়ে শুরু হচ্ছে না ষষ্ঠবারের মতো এই আসরটি। হবে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে। কারণ হিসেবে জানানো হয়েছে দুটি। এক. পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চাপ, দুই. আগামী ১-১০ ডিসেম্বর পর্যন্ত নেপালে অনুষ্ঠেয় এসএ গেমসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অংশ নেয়া, ৩. বাড়তি দুটি দল এখনও চূড়ান্ত করতে না পারা। যদিও এর আগে বাফুফের পরিকল্পনা ছিল এসএ গেমস শুরুর আগেই বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট শেষ করা। টুর্নামেন্ট নিয়ে বেশ কিছুদিন ধরে একেক সময় একেক তথ্য দিয়ে আসছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ভেতরে ভেতরে টুর্নামেন্ট না করার পথে হাঁটলেও সাধারণ সম্পাদক জোর দিয়েই বলে গেছেন, একদিনও পেছাবে না টুর্নামেন্ট। কিন্তু বাস্তবতা হচ্ছে সে কথা আর রাখতে পারলেন কই! স্বাগতিক বাংলাদেশ, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা ও ভুটান ... শুরুতে এই ৪টি দলকে চূড়ান্ত করার ঘোষণা দিয়েছিল বাফুফে। এখন টুর্নামেন্ট তিন মাস পিছিয়ে যাওয়াতে শেষ পর্যন্ত কোন্ কোন্ দল খেলে বা নাম প্রত্যাহার করে বা আদৌ টুর্নামেন্ট মাঠে গড়ায় কি না, সেটাই এখন দেখার বিষয়।
×