ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভোলার ঘটনায় ১১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

প্রকাশিত: ১২:৩১, ২৪ অক্টোবর ২০১৯

ভোলার ঘটনায়  ১১ বিশিষ্ট  নাগরিকের  বিবৃতি

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিনে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন দেশের ১১ জন বিশিষ্ট ব্যক্তি। বিবৃতিতে বলা হয়, ফেসবুকের মাধ্যমে মিথ্যা ও পরিকল্পিত গুজবকে পুঁজি করে সারাদেশে ধর্মান্ধ মৌলবাদী শক্তি ও পরাজিত রাজনৈতিক শক্তির সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আয়োজন আমাদের বিশেষভাবে শঙ্কিত করেছে। আসলে ষড়যন্ত্র চলছে দেশ, জাতি ও মুক্তিযুদ্ধের রাজনৈতিক শক্তি ও সরকারের বিরুদ্ধে। যেকোন অবস্থায় এ ষড়যন্ত্র নস্যাত করতে হবে। তাই জনগণকে সচেতন থেকে সাম্প্রদায়িক অপশক্তি ও সুযোগ সন্ধানী রাজনৈতিক শক্তিকে প্রতিহত করতে হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা দ্ব্যার্থহীন কণ্ঠে বলতে চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশের জনগণ যে কোন মূল্যে দেশ ও সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে। বিবৃতিদাতা ১১ জন হলেন অধ্যাপক আনিসুজ্জামান, আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান ইমাম, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, সারোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, মফিদুল হক ও নাসির উদ্দীন ইউসুফ।
×