ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীরা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন ॥ স্পীকার

প্রকাশিত: ১০:৪৫, ২১ অক্টোবর ২০১৯

 যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীরা  অর্থনৈতিক  উন্নয়নে অবদান  রাখছেন ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের রয়েছে হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা সে দেশের শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রাখার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। রবিবার জাতীয় সংসদ ভবনে স্পীকারের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য সিনেটর লুইস সেপুলভেদার নেতৃত্বে পাঁচ সদস্যের বিশিষ্ট প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করতে এলে স্পীকার এসব কথা বলেন। স্পীকার বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিভিন্ন স্কলারশিপ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির অনুরোধ জানান তিনি। সাক্ষাতকালে তারা শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, বাংলাদেশের উন্নয়ন, বাণিজ্য প্রসার, নারী ক্ষমতায়ন, তৈরি পোশাকসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
×