ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কোন উস্কানী দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না : নাসিম

প্রকাশিত: ০৮:১০, ১৪ অক্টোবর ২০১৯

কোন উস্কানী দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না : নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রাজনীতির বিষাক্ত সাপ এখনও মরেনি মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মস্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বিএনপি-জামাতকে ঈঙ্গিত করে বলেছেন- কোন চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ নেই কোন উস্কানী দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাপ্রসঙ্গ টেনে তিনি বলেন- হত্যাকান্ডের পরপরই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কঠোর। অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তার নিজের সন্তানকেও শেখ হাসিনা ছাড় দেননি। তিনি সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় ১০ শয্যা বিশিস্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’র উদ্বোধন পুর্ব ইউনয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে এ কথা বলেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পৌণে পাঁচ কোটি টাকা ব্যয়ে ছোনগাছা ইউনিয়নে এই শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করেছে। ছোনগাছা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সহিদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক শফিকুল ইসলাম,প্রোগ্রাম ম্যানেজার এবিএম সফিকুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, উপ-পরিচালক তারিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা আমিনুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ। সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গত ১২ বছরে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে, বিএনপি-জামাত সৃষ্ট জঙ্গী দমন করা হয়েছে। রাস্তা-ঘাটসহ অবকাঠামো উন্নয়নে অসামান্য সফলতা অর্জিত হয়েছে। এই সফলতার ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামাত নানাভাবে ষড়যন্ত্র - চক্রান্ত করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না।
×