ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রংপুরে তিনদিনব্যাপী দক্ষিণ এশিয়ান আলোকচিত্র উৎসবের উদ্বোধন

প্রকাশিত: ০১:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১৮

রংপুরে তিনদিনব্যাপী দক্ষিণ এশিয়ান আলোকচিত্র উৎসবের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরে উদ্বোধন হয়েছে ১ম দক্ষিণ এশিয়ান আলোকচিত্র উৎসবের। আজ বুধবার রংপুরের পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান আলোকচিত্র উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। রংপুর ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ও রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সহযোগিতায় এ উৎসবের উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মীর আনিছুল হক পেয়ারা, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সদস্য ও শিখা সংসদের সভাপতি বিপ্লব প্রসাদ, দিনাজপুর পার্বতীপুর ইয়ং ষ্টার ক্লাবের সভাপতি ও পার্বতীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, দৈনিক গণআলোর সম্পাদক সেরাফুল ইসলাম হিমেল। সভাপতিত্ব করেন রংপুর ফটোগ্রাফিক সোসাইটির আহবায়ক মাহাতাব লিটন। স্বাগত বক্তব্য রাখেন রংপুর ফটোগ্রাফিক সোসাইটির সদস্য সচিব শাহীদুর রহমান সাহিদ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ফটো সাংবাদিক রেজাউল করিম জীবন। উৎসবে দক্ষিন এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইলান্ড, শ্রীলংকাসহ ৬ দেশের ছবি এতে প্রদর্শনীতে স্থান পেয়েছে। এতে শতাধিক ছবি প্রদর্শনী হচ্ছে। তিনদিনব্যাপী এ আলোকচিত্র উৎসব শেষ হবে শুক্রবার ২৩ ফেব্রুয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে আলোকচিত্রে বিশেষ অবদানের জন্য ফটো সাংবাদিক ফিরোজ চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়।
×