ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘প্রবৃদ্ধি অর্জনে টেকসই নদীপথের উন্নয়নের বিকল্প নেই’

প্রকাশিত: ০২:১৬, ২০ ফেব্রুয়ারি ২০১৮

‘প্রবৃদ্ধি অর্জনে টেকসই নদীপথের উন্নয়নের বিকল্প নেই’

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রবৃদ্ধি অর্জনে টেকসই নদীপথের উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। আজ রাজধানীর লেকশোর হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘অভ্যন্তরীণ নৌপথ: আর্থিক সম্ভাবনার সুযোগ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭% এর বেশি রয়েছে। তবে দক্ষতা উন্নয়ন ও প্রয়োজনীয় নীতিমালার সংস্কার করা হলে প্রবৃদ্ধির এ ধারাকে ৮.৫% হতে ৯% উন্নীত করা সম্ভব। তিনি সকল সমুদ্র বন্দর, নদীবন্দর এবং স্থলবন্দর সমূহের অবকাঠামো উন্নয়ন ও নিয়োজিত মানবসম্পদের দক্ষতা উন্নয়নের উপর বিশেষভাবে জোরারোপ করেন। তিনি অরোও বলেন, ভারতের সঙ্গে ট্রান্সশিপমেন্ট কার্যকর ভাবে চালু করতে হলে ভারতের সঙ্গে এ বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা প্রয়োজন। ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা চালু হলে আয় কমে যাওয়ার সম্ভাবনা তেমন নেই বরং আমাদের বন্দরের পাশাপাশি সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। তিনি দ্রুততম সময়ে পণ্য খালাসের জন্য কাস্টম অধিদপ্তরের ব্যবস্থাপনা দক্ষতা আরোও বাড়ানোর উপর জোরারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের নৌ মন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান নূর-ই-আলম চৌধুরী বলেন, বর্তমান সরকার পাঁনগাও এবং পায়রাবন্দর স্থাপনের মাধ্যমে দেশের নৌপথের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, বর্তমানে পাঁনগাও বন্দর কর্তৃপক্ষের আওতায় ৩টি, বাংলাদেশ নৌবাহিনীর ২টি, বিআইডব্লিউটিসির ৩টি এবং বেসরকারি মালিকানায় ৫০টি জাহাজ পরিচালনার অনুমোদন করেছে।
×