ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আখাউড়া স্থলবন্দরে সন্ত্রাসী হামলা, দুই এএসআই আহত ॥ আটক ২

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ জানুয়ারি ২০১৮

আখাউড়া স্থলবন্দরে সন্ত্রাসী হামলা, দুই এএসআই আহত ॥ আটক ২

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন অফিসে সন্ত্রাসীদের হামলায় ইমিগ্রেশন পুলিশের দুই এএসআই আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে। এরা হলোÑ সারোয়ার আলম ভূইয়া, পিতা মৃতঃ আনু ভূইয়া, গ্রাম আনোয়ারপুর ও মোঃ রিপন মিয়া, পিতা যগলু মিয়া। ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা পেয়ার আহমদ জানান, মঙ্গলবার বিকেলে ২ যাত্রী ইমিগ্রেশন অফিসে গিয়ে কাগজপত্র নিয়ে বাদানুবাদে লিপ্ত হয়। এক পর্যায়ে তারা নিজেদের একটি রাজনৈতিক দলের নেতার আত্মীয় পরিচয় দেয়। পরে ইমিগ্রেশন পুলিশের এএসআই আতিকুল হক ও এএসআই বাহাদুর সরকারকে বেদম মারধর করে। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। এ সময় ঘটনাস্থল থেকেই ২ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। পরে তাদের আখাউড়া থানায় পাঠানো হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, তারা ইমিগ্রেশন পুলিশের সঙ্গে তর্কাতর্কি করে এবং তাদের কিল ঘুষি মারে। এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে আখাউড়া থানায় মামলা হবে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।
×