ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী ১৯ ফেব্রুয়ারি বিএসএমএমইউ’র তৃতীয় সমাবর্তন

প্রকাশিত: ০৩:৩২, ২৩ জানুয়ারি ২০১৮

আগামী ১৯ ফেব্রুয়ারি বিএসএমএমইউ’র তৃতীয় সমাবর্তন

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি। দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ। এবছর প্রায় দু’ হাজার দু’শ জন শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিয়ে তাঁদের সনদ গ্রহণ করবেন। এর আগে ২০১১ প্রথম ও ২০১৫ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদি বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার সকালে ডা. মিল্টন হলে ৫৭ সদস্য বিশিষ্ট স্টিয়ারি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সভায় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যরাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলালসহ স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সমাবর্তন বক্তা হিসেবে প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ, সাবেক আইপিজিএমএন্ডআর (বর্তমানে বিএসএমএমইউ)-এর পরিচালক, স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. টি এ চৌধুরীকে সমাবর্তন বক্তা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মোট ১৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সমাবর্তনের স্থান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে^র উন্মুক্ত মাঠকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। সভায় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান সুষ্ঠু ও সুন্দরভাবে ৩য় সমাবর্তন আয়োজন করার লক্ষ্যে দ্রুততার সাথে স্টিয়ারিং কমিটিসহ সকল উপ-কমিটিকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।
×