ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে ইমাম বাটনের

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ জানুয়ারি ২০১৮

অকারণে দর বাড়ছে ইমাম বাটনের

শেয়ারবাজারে তালিকাভুক্ত সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরির ইমাম বাটনের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে। তবে এই বৃদ্ধির পেছনে কোন কারণ নেই বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। দেখা গেছে, কোম্পানিটির শেয়ার ১ মাস আগে ৩৫.৫০ টাকা ছিল। যা ২১ জানুয়ারি লেনদেন শেষে ৪৪.৯০ টাকায় দাঁড়িয়েছে। এ হিসাবে ১ মাসের ব্যবধানে শেয়ার দর বেড়েছে ৯.৪০ টাকা বা ২৬ শতাংশ। ইমাম বাটনের শেয়ার দর এই অস্বাভাবিক হারে বাড়ার কারণ অনুসন্ধানে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত করে। এর আলোকে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, শেয়ার দর বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। উল্লেখ্য, কোম্পানিটি দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে। এছাড়া চলতি অর্থবছরও লোকসান দিয়ে শুরু হয়েছে। আর লভ্যাংশ প্রদানও বন্ধ রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×