ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কেউ আমাদের সাথে ভাল ব্যবহার করেনি ॥ এরশাদ

প্রকাশিত: ০০:১৮, ২২ জানুয়ারি ২০১৮

কেউ আমাদের সাথে ভাল ব্যবহার করেনি ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামীলীগ-বিএনপি এই দু’দলের কেউ আমাদের সাথে ভাল ব্যবহার করেনি। আমি আবারও বলি দুর্বলের সাথে কেউ হাত মেলায় না। আমার উপরে যে অত্যাচার হয়েছে, পৃথিবীর কোথাও কোন দেশের রাজনৈতিক নেতা এরকম নির্যাতিত, নিপীড়িত হয়নি। সোমবার দলের বনানী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত। সাবেক রাষ্ট্র্রপতি এরশাদ আরো বলেন, দুই দলের নির্যাতনের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়। শান্তি, সুখ ও নিরাপত্তা চায়। শান্তির ও নিরাপত্তার ভরসার স্থান একমাত্র জাতীয় পার্টি। রংপুরের নির্বাচনের পর দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আমাদেরকে আর কেউ ফেলনা মনে করেনা। তোমরা শক্তি অর্জন কর, সাংগঠনিক ভাবে শক্তিশালী হও। আগামী ১৫ ফেব্রুয়ারি দলের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, সমাবেশে প্রমাণ করতে হবে আমাদের সাংগঠনিক শক্তি আছে। সামর্থ্য আছে, জনবল আছে। মানুষের ভালবাসা আছে। মানুষ আমাদের ভালোবাসে বলেই সমাবেশে জনজোয়ার সৃষ্টি হবে। নিজের শেষ ইচ্ছার কথা জানিয়ে বারবার মত পাল্টানো নেতা এরশাদ বলেন, আমি মৃত্যুর আগে পার্টিকে ক্ষমতায় দেখে যেতে চাই। জাতীয় পার্টি শান্তিপূর্ণ ভাবে দেশ পরিচালনা করবে। মানুষ শান্তিতে বসবাস করবে। তবেই মরে আমি শান্তি পাবো। দলের যৌথ সভায় সভাপতির বক্তব্যে এরশাদ আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। যে কোন মূল্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। জাতীয় পার্টি ইতিবাচক রাজনীতি ও নির্বাচনে বিশ্বাসী। তারা শান্তিতে বিশ্বাসী। যে কারণে জাপার কোন নেতার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার কোন মামলা নেই। আমরা গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশ নেই। ভবিষ্যতেও নেব। পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার এমপি বলেন, দল শক্তিশালী হয় না নেতাদের কারণে, কর্মীদের দোষ নয়। এজন্য দায়ী আমি সহ এখানে উপস্থিত প্রথম সারির নেতারা। তিনি বলেন, জাতীয় পার্টি ছেড়ে অনেক নেতা চলে গেছেন। আবার ফিরে আসতে চায়। ফিরে আসলে তাদের সুযোগ দিব। দলকে ক্ষমতায় যাওয়ার জন্য সাংগঠনিক শক্তি অর্জন করবো। ভোটের মাধ্যমে মানুষ আমাদের মতামত দিবে। নির্বাচিত হয়েই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো। সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট সালমা ইসলাম, মোঃ আজম খান, মোঃ শফিকুল ইসলাম সেন্টু। উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, ফকরুল ইমাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, একেএম মাঈদুল ইসলাম চৌধুরী, হাবিবুর রহমান, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, অ্যাড. মহসিন রশীদ, তাজুল ইসলাম চৌধুরী, আতিকুর রহমান আতিক, আব্দুর রশীদ সরকার, মেজর খালেদ আখতার (অব.) প্রমুখ।
×