ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরব-আশুগঞ্জ সেতু পারাপারে একমাত্র ভরসা বিআরটিসি বাস

প্রকাশিত: ২২:৩৩, ২২ জানুয়ারি ২০১৮

ভৈরব-আশুগঞ্জ সেতু পারাপারে একমাত্র ভরসা বিআরটিসি বাস

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ ভৈরব-আশুগঞ্জবাসীর মেঘনা নদী পারাপারে একমাত্র ভরসা বিআরটিসি দু’তলা বাস। যাত্রীরা নিরাপদে যাতায়েত ও মালামাল পরিবহনে সহজতর হওয়ায় খুশি। ছিনতাইকারী,চাঁদাবাজ ও মাদক মুক্ত নিরাপদে কম ভাড়ার ভ্রমন করতে পেরে খুশি। তবে যাত্রীদের চাহিদার তুলনায় বাস সংখ্যা বাড়ানোর দাবী এ অঞ্চলের মানুষের। খোঁজ নিয়ে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগ যাত্রী সেবার মান ও নিরাপত্তার কথা বিবেচনা করে ভৈরব আশুগঞ্জ মেঘনানদীর সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর উপর দিয়ে থ্রী-হুইলার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে ভৈরব-আশুগঞ্জের বাসিন্দারা পড়ে বিপাকে। দুই তীর বাসী নৌকা দিয়ে পারাপার হতো। এ অঞ্চলবাসীর দূর্ভোগের কথা বিবেচনা করে যোগাযোগ মন্ত্রনালয় ভৈরব-আশুগঞ্জ মেঘনানদীর সৈয়দ নজরুল ইসলাম সেতু পারাপারে চালু করেন বিআরটিসি দু’তলা বাস সার্ভিস্ । ভৈরব-আশুগঞ্জ এলাকার যাত্রীদের কথা বিবেচনা করে ৪ কি.মি এ পথে মাত্র১৫ টাকা ভাড়া নির্ধারন করা হয়। মুক্তিযোদ্ধাদের জন্য ভাড়া মুক্ত ও স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারন করা হয়। মালামাল পরিবহনেও খরচ কমে যাওয়ায় ব্যবসায়ীরা খুশি। বাস যাত্রী আঃ রাজ্জাক বলেন, আগে সিএনজি দিয়ে পারাপার হতাম। ভাড়া গুনতে হয়েছে ২৫ টাকা। লেগুনায় ২০ টাকা। তাও আবার নানা ঝামেলায় পড়তে হয়েছে। সিএনজি দিয়ে মাদক পাচার হতো। ছিনতাইকারীদের কবলে পড়তে হতো। এখন সে ঝামেলা নেই। একই কথা বললেন, ভৈরব বাজারের ব্যবসায়ী আশরাফ আলী। তিনি জানান, বিআরটিসি বাস চালু হওয়াতে নিরাপদে ভৈরব-আশুগঞ্জ চলাচল করতে সহজ হয়েছে। তিনি বাসের সংখ্যা বাড়ানোর কথা বলেন। ভৈরব থানা ওসি মোকলেছুর রহমান জানান,সেতুর উপর দিয়ে থ্রী-হুইলার যানবাহন চলাচল বন্ধ হওয়ায় মাদকসহ ছিনতাই কমেছে। মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারছে। আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, আদালতের নিদের্শে সেতুর উপর দিয়ে সিএনজি অটো টেম্পু,ইজিবাইকসহ থ্রী-হুইলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগ ,বি-বাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ অঞ্চলের যাত্রীদের যাতায়েতের বিষয়টি নজরে নিয়ে বিআরটিসি বাস চালু করেন। এতে মানুষ সেতু পারাপারসহ মালামাল পরিবহনে সুবিধা পাচ্ছেন।
×