ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্মতি ছাড়া কোনো নারীকে স্পর্শ করা অপরাধ

প্রকাশিত: ১৯:০৪, ২২ জানুয়ারি ২০১৮

সম্মতি ছাড়া কোনো নারীকে স্পর্শ করা অপরাধ

অনলাইন ডেস্ক ॥ সম্মতি ছাড়া কখনো কোনো নারীকে স্পর্শ করা যাবে না। লোভী এবং বিকৃতকাম পুরুষরা যেভাবে নারীদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে তা খুবই দুর্ভাগ্যজনক। ২০১৪ সালের এক মামলায় রায় দিতে এই মন্তব্য করেন ভারতের দিল্লির অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সীমা মাইনি। উত্তর দিল্লির মুখার্জি নগর। মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল নয় বছরের এক কিশোরী। তখনই ভিড়ের মধ্যে এক ব্যক্তি ওই নাবালিকার শ্লীলতাহানি করে। মেয়েটি চিৎকার করে উঠলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতি। কিন্তু বাজারের লোকজন ধরে ফেলে আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ছবি রাম নামে ওই ব্যক্তিকে। সম্প্রতি সেই মামলার রায় দেয় আদালত। দোষী রামের পাঁচ বছরের জেল এবং ৬০ হাজার রূপি জরিমানা হয়। এরপরই বিচারক মাইনি বলেন, নাবালিকা বা সাবালিকা, মেয়েদের শরীরের প্রতি অধিকার একমাত্র তারই। কোনো অবস্থাতেই মেয়েটির অসম্মতিতে তার শরীর কেউ স্পর্শ করতে পারে না। - আনন্দবাজার পত্রিকা
×