ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লালবাগে পাঁচতলা ভবন হেলে পড়েছে

প্রকাশিত: ০৫:৫৩, ২২ জানুয়ারি ২০১৮

 লালবাগে পাঁচতলা ভবন হেলে পড়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানা এলাকার ২/ই আরএনডি রোডে একটি পাঁচ তলা ভবন হেলে পড়েছে। রবিবার সকালে কিল্লার মোড় সংলগ্ন ফজলুল হক আমিনির বাড়ির বিপরীত দিকের ওই ভবনটির ওপরের অংশ হেলে পাশের ভবনে ঠেকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালবাগ থানার ওসি ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ভবনটির বাসিন্দাদের বসবাসে সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখনই ভবনটি ধসে পড়ার আশঙ্কা নেই। ইতোমধ্যে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। রাতের মধ্যেই তাদের সবাইকে সরিয়ে নেয়ার কাজ শেষ হওয়ার কথা। হাজারীবাগের ওসি মীর আলিমুজ্জামান জানান, রাজউকের নির্দেশনা অনুযায়ী ওই বাসা থেকে সবাইকে সরিয়ে নিতে পুলিশ কাজ করছে। বাড়িটির মালিকের নাম হাজী শওকত আলী। ভবনটিতে ১০টি ইউনিট রয়েছে। এর সবগুলোই ভাড়া দেয়া হয়েছিল। ১৯৯২ সালে বাড়িটি নির্মাণ করা হয়। তবে অভিযোগ রয়েছে, রাজউক থেকে চারতলা ভবন নির্মাণের অনুমতি নেয়া হলেও এটি পাঁচতলা করা হয়েছে। রাজউকের অঞ্চল-৫ এর অথরাইজড অফিসার আশিষ কুমার বিশ্বাস জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি বাহ্যিকভাবে ভবনটি পাশের ভবনের দিকে সামান্য ঝুঁকে গেছে। এ অবস্থায় খুব দ্রুত বাড়িটির বাসিন্দাদের মালামালসহ অন্যত্র সরিয়ে নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
×