ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে দু’দলে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০২:৩৪, ২১ জানুয়ারি ২০১৮

হবিগঞ্জে দু’দলে সংঘর্ষে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ॥ মাটি কাটা-পানি ছাড়া ও বাঁধা প্রদানকে কেন্দ্র করে রবিবার দুপুরে হবিগঞ্জের সদর উপজেলাধীন চানপুরস্থ কাশিপুর গ্রামে দু’দল সশস্ত্র লোকের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংর্ঘষে স্বপন মিয়া (২৫) নামে এক যুবক নিহত এবং আহত হয়েছে উভয় পক্ষের নারী-পুরুষ সহ শতাধিক লোক। তন্মধ্যে গুরুতর আহত অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বেসরকারী কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত স্বপন সংশ্লিস্ট গ্রামের জনৈক সুরত আলীর পুত্র। এ ঘটনায় বিলকুস বিবি (৪০) সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি ইয়াসিনুল হক জনকন্ঠকে জানান, ওই এলাকার বন্দে কাশিপুর গ্রামের বাসিন্দা জনৈক সালামত মিয়া ও সুলতান মিয়া জমি রয়েছে। রবিবার সকালে সুলতান মিয়া তার নিকটজ্বনদের নিয়ে তার জমিতে যান। এক পর্যায়ে পানি নিস্কাশনের সুবিধার্থে তিনি সহ অন্যান্যরা জমির আইল সংলগ্ন স্থান দিয়ে মাটি কাটা শুরু করেন। শুধু তাই নয়, পানিও ছাড়ার উদ্যোগ নিলে তাতে বাঁধা দেন সালামত মিয়া ও তার লোকজন। এ নিয়ে তর্ক বির্তকের মাঝেই উভয় পক্ষাবলম্বনকারী লোকজন জড়ো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। শুরু হয় উভয় পক্ষের লোকজনের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। যা একসময় সশস্ত্র সংর্ঘষে রূপ নেয়। প্রায় ঘন্টা ব্যাপী এই সংর্ঘষ চলাকালে এক পক্ষের দেশীয় অস্ত্র বুকে বিদ্ধ হলে স্বপন মিয়া গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। এমতাবস্থায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দাঙ্গায় লিপ্ত লোকজন এদিক ওদিক সটকে পড়ে। এসময় স্থানীয় লেকজন আহত স্বপনকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ওসি আরও জানান, দীর্ঘদিনের কোন বিরোধ নয় এটি বরং এই ঘটনা উক্ত দু’ব্যক্তির মধ্যে আকস্মিক সৃষ্টি। আমরা এই ঘটনার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছি। সংর্ঘষে জড়িত অন্যদেরকেও আইনের আওতায় আনা হবে।
×