ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ল্যাবএইড হাসপাতালে আইভী ॥ পাচঁ সদস্যের মেডিক্যাল বোর্ড

প্রকাশিত: ০২:৪৭, ১৮ জানুয়ারি ২০১৮

ল্যাবএইড হাসপাতালে আইভী ॥ পাচঁ সদস্যের মেডিক্যাল বোর্ড

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের নিজ কার্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়লে মেয়র সেলিনা হায়াৎ আইভীকে এ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে সিসিইউতে তিনি চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ডাঃ বরেন চক্রবর্তীর নেতৃত্বে চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করছেন। ল্যাবএইড হাসপাতালের কর্পোরেট কমিউনিকেশন বিভাগের এ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেলিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন, প্রফেসর আব্দুর জাহেদ, ডাঃ সোহরাব উদ জামান, ডাঃ মাহবুবুর রহমান ও ডাঃ মাহবুবুল ইসলাম। এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিয়াক এ্যানেসথেসিওলজিস্ট ডাঃ মাহবুবুল ইসলাম জানান, মেয়র আইভীর শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখানে সিনিয়র চিকিৎসক সবাই আছেন। তার (আইভী) শারীরিক অবস্থা এখন স্বাভাবিক। আমরা অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মেডিক্যাল অফিসার ডঃ রিফাত সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার পরপরই আমরা তাকে সিসিইউতে পাঠিয়েছি। সেখানে সিনিয়র চিকিৎসকরা তাকে দেখছেন। ল্যাব এইড হাসপাতাল প্রশাসনিক কর্মকর্তা জানান, মেয়র আইভীকে বর্তমানে ল্যাবএইড হাসপাতালের সিসিইউ-১ এর ১৬ নম্বর বেডে ডাঃ বরেন চক্রবর্তীর অধীনে চিকিৎসা দেয়া হচ্ছে। মূলত বুকে ব্যথা ও প্রেসার কমে যাওয়ার কারণে অসুস্থবোধ করলে তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়। এর আগে বিকাল তিনটার দিকে নারায়রগঞ্জ সিটি কর্পোরশেনের নিজ কার্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন মেয়র সেলিনা হায়াৎ আইভী। মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা (পিএ-২) আবুল হোসেন জানান, মেয়র বিকালে নিজ কার্যালয়ে একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় তিনি অসুস্থ বোধ করেন। বমি বমি ভাব হলে তিনি বাথরুমে গিয়ে বমি করেন। পরে বের হয়ে স্যালাইন খান। তিনি জানান, মেয়র অসুস্থ হয়ে পড়লে সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার গোলাম মোস্তফার নেতৃত্বে একটি চিকিৎসক দল তার প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসকরা এ সময় তার প্রেসার লো পাচ্ছিলেন। তাকে তাৎক্ষণিক স্যালাইন পুশ করার সিদ্ধান্ত নেন তারা। এরপর মেয়র আইভী বেশি অসুস্থ বোধ করছিলেন। নড়াচড়া ও কথাবার্তা বলতে পারছিলেন না। পরে সদর হাসপাতাল থেকে আরও চিকিৎসক আসেন। তাঁরা সবাই পরীক্ষা করে মেয়রকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে বিকেল সোয়া ৪টার দিকে সদর হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে সেলিনা হায়াৎ আইভীকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যু নিয়ে মঙ্গলবার চাষাঢ়ায় হকার ও এমপি শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়রের লোকজনদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে প্রতিপক্ষের লোকজন পিস্তল উচিয়ে বেশ কয়েক রাউন্ড করে। সংঘর্ষের সময় মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়। এতে সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ বেশ কয়েকজন। আহত হওয়ার দুইদিন পর অসুস্থ হন মেয়র আইভী।
×