ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাপাহারে দর্জি প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন ও সার্টিফিকেট বিতরণ

প্রকাশিত: ০০:০৫, ১৮ জানুয়ারি ২০১৮

সাপাহারে দর্জি প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন ও সার্টিফিকেট বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁর সাপাহারে বে-সরকারী সংগঠন আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশের (এএসএসবি)র আই আর এফ ডিপি প্রকল্পের অধীনে উপজেলার ১০জন মহিলার মাঝে বিনামূল্যে ১টি করে সেলাই মেশিন ও সার্টিফিকেট বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র জনগোষ্ঠির আত্মকর্মসংস্থানের পাথেয় হিসেবে ৩মাস ফ্রি দর্জি প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে এগুলো বিতরন করা হয়। আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ ও এএসএসবি প্রকল্পের নির্বাহী পরিচালক মিনারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মৌলানা আব্দুল বাকী, সংগঠনের প্রকল্প সমন্বয়কারী বেলাল উদ্দীন, মনিটরিং অফিসার ফারুক হোসেন, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান লিটু ও সংবাদিক তছলিম উদ্দীন।
×