ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

ডেঞ্জার জোনে সুলতান

প্রকাশিত: ০৬:৫৫, ১৮ জানুয়ারি ২০১৮

ডেঞ্জার জোনে সুলতান

২০১৭ সাল, গত হয়েছে প্রায় সপ্তাহ তিনেক! এর মধ্যে ফেলে আসা বছরটির সব সমীকরণ শেষ! এক কথায় ওই বছরের সবই এখন গত! আমাদের সামনে অপেক্ষা করছে পুরো বছর। অনেক আশা-আকাক্সক্ষা এবং ইতিবাচক প্রত্যাশা নিয়ে বছরটা শুরু হয়েছে। বিনোদন দুনিয়া নিয়েও রয়েছে আমদের একই রকম চিন্তা-ভাবনা। গেল বছর আমাদের চলচ্চিত্র শিল্পের সিনেমেটিক বিপর্যয়ের পর, নতুন করে দর্শকজয়ের মেগা প্লেন আমরা জেনেছি। এই মেগা প্লানের অন্যতম মানুষ বাপ্পী চৌধুরী। ঢাকাই সিনেমার নতুন সুলতান! যিনি গত কয়েক বছর ধরে নিয়মিত কাজ করছেন। এই গেল বছরেই তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে পাঁচটি। ‘সুলতানা বিবিয়ানা’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘মিসড কল’ ‘আপন মানুষ’, ‘দুলাভাই জিন্দাবাদের মতো তারকা নির্ভর সিনেমা। সম্প্রতি আনন্দকণ্ঠের হয়ে জানতে চাওয়া হয় তার কাছে, সদ্য ফেলে আসা বছর, বর্তমান সময় এবং আগামী দিনের ইচ্ছে সম্পর্কে। আনন্দকণ্ঠ, কেমন আছেন? বাপ্পী, এই তো ভাল। আপনি? ভাল! কি করছেন? মাত্র ঘুম থেকে উঠলাম। বেলা তো অনেক? আর বলবেন না, রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি! আনন্দকণ্ঠ, আচ্ছা ২০১৭ সাল সবে মাত্র, আমরা পার করলাম! প্রত্যেকেরই কিছু না কিছু পাওয়া না পাওয়ার প্রাপ্তি ছিল। আপনার প্রাপ্তি বা অপ্রাপ্তির বিষয়গুলো আনন্দকণ্ঠের পাঠকদের জন্য বলেন। বাপ্পী, প্রথমত-২০১৭ সাল ছিল আমার জন্য বেশ স্ট্রাগল বা সংগ্রামের বছর। দ্বিতীয়ত, এই সংগ্রামের মধ্য থেকে প্রাপ্তি যা ছিল, তা হলো আমি আমার ক্যারিয়ারে আরও একটা বছর পার করেছি। দেখতে দেখতে চলচ্চিত্র শিল্পে আমার ক্যারিয়ার এখন অর্ধযুগের কাছাকাছি! এটা ভাবতে ভালই লাগছে। আপনার অভিনীত গেল বছরের সিনেমা? গেল বছরের সিনেমাগুলো খুব যে ভাল হয়েছে বা দর্শকপ্রিয়তা পেয়েছে তা আমি বলব না এবং এ জন্য নিজেকেও দায়ী করব না। অবশ্য অনেকগুলো বিষয় এর জন্য মুখ্য। এই যেমন, আপনি নিজেও তো জানেন। বছরের শুরুতে যখন ‘সুলতানা বিবিয়ানা’ হলে মুক্তি পাচ্ছিল তখন কি কা-ই না ঘটেছিল। রিলিজ ডেট নিয়ে, সিনেমা হলের সংখ্যা নিয়ে! শেষে যখন মুক্তি পেল তখন কয়টা দিনই বা হলে ছিল! এর মধ্যে অন্য অজুহাতে নামিয়ে ফেলা হয়েছে। এমনিতেই সিনেমা মুক্তি দেয়া, হল পাওয়া এক রকম কষ্টসাধ্য ব্যাপার। তার মধ্যে বছরের যে সময় আমার সিনেমা রিলিজ হয়েছে, তখনই বাইরের দেশের একটা সিনেমা, আমার সঙ্গে জুড়ে দেয়া হয়েছে। বড় বড় প্রোডাকশন হাউজের প্রভাবে, ভ্যাকেশন বলেন আর অকেশন বলেন, আমার সিনেমা ডেট পায়নি, হল পায়নি! এত প্রতিকূলতার ভেতর সফল হওয়া তো কষ্টসাধ্য। দৃঢ় সংগ্রামের ব্যাপার! আচ্ছা, এ তো নয় বুঝলাম পারিপার্শি¦ক অবস্থা। কিন্তু আপনার অভিনীত সিনেমার গল্প, নির্মাণ কিংবা অন্যান্য কোন সঙ্কট কী ছিল, যে কারণে সব ছাপিয়ে সিনেমা উতরে যেতে পারেনি? হ্যাঁ। তা তো ছিলই! যেমন, আমার অভিনীত কোন সিনেমার গল্পই খারাপ ছিল না। সমস্যা ছিল বাজেট এবং অন্যান্য বিষয়ের। আপনি দেখুন, এখনকার যে সময়, তাতে করে একটা বাণিজ্যিক সিনেমা নির্মাণ করেতে মিনিমাম দুই থেকে আড়াই কোটি টাকা দরকার। তার সঙ্গে পাবলিসিটি বা প্রচারণা অবশ্যই সমানে দরকার। এই দুটোর কোনটার সঙ্গেই যদি আমরা সমন্বয় ঘটাতে না পারি তবে, কী ভাবে সম্ভব! ২ হাজার আঠারোর পরিকল্পনা বা বছরশেষে নিজেকে কীভাবে মূল্যায়ন করতে চান? বরাবরের মতো এ বছরও নিজেকে সংগ্রামী চরিত্রে প্রমাণ করব। যে কাজ করেছি বা করব তা নিয়ে, এই বন্ধুর পথেই পাড়ি দেব। নতুন বছর কোন কোন সিনেমায় দর্শক আপনাকে দেখতে পাবে? সিনেমা ‘দাগ’, ‘ডেঞ্জার জোন’, ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘প্রেমের বাঁধন’, এগুলোর কাজ প্রায় শেষ। আর ‘নায়ক’ সিনেমার কাজও আশা করি বছরের মাঝামাঝিতে শেষ হবে। আপনার নতুন কোন ইচ্ছা? হ্যাঁ। আমি বাণিজ্যিক ধারার পাশাপাশি জীবনমুখী সিনেমায় কাজ করতে চাই। সত্যিই খুব চাই? এই যেমন গত বছরের শেষের দিকে তৌকীর ভাইয়ের ‘হালদা’ এবং ‘অজ্ঞাতনামা’ দেখে ভীষণ মুগ্ধ হয়েছি। আবার ইয়াং ডিরেক্টর রিয়াজুল রিজুর ‘বাপজানের বায়োস্কোপ’ দেখেও মুগ্ধ হয়েছি। আমি এক রকম ভেতরে ভেতরে পুড়ি এমন সুন্দর গল্পের সিনেমায় কাজ করার জন্য। আর একটা কথা। আমি কিংবা আপনি বা আমরা সকলেই জানি, গেল বছর কোন্ কোন্ সিনেমা ব্যবসা সফল হয়েছে বা দর্শক টেনেছে। আমি বলব, এর জন্য কেবল সিনেমাই দায়ী নয় বরং যারা এই শিল্প নিয়ে ব্যক্তিগত স্বার্থের খেলা খেলে তারা দায়ী। তা না হলে পুরো বছরের ৬০-৬৫টি সিনেমার মধ্যে কেমন করে হাতেগোনা দু-তিনটি সিনেমা হিট হয়। নিয়ন্ত্রকদের কী পলিসি আপনিই বলেন? ইন্ডাস্ট্রিতে কোন নায়ক আসছে না, আসলেও টিকতে পারছে না। এটা খুবই দুঃখজনক! ব্যক্তিগত খবর, বিয়ে করছেন কবে? এখনও ঠিক করিনি। মায়ের কাছে দায়িত্ব দেয়া আছে। তাদের সময় এবং পছন্দ হলেই করে ফেলব। গত কয়েক মাস আগে অপু বিশ্বাসকে নিয়ে যে খবর রটেছে সে সম্পর্কে কী বলবেন? বাপ্পী, এ নিয়ে কিছুই বলার নেই। এটা লজ্জার এবং হতাশার। আমার পরিবার সম্পর্কে আপনারা কম-বেশি জানেন। তারা আমাকে রীতিমতো অপমান করে কথা বলছে, এ আমি কোথায় এসে পড়লাম! যে বা যারা এই ঘটনা রটিয়েছে তাদের শুভবুদ্ধির কামনা করছি। ওভার অলÑ এটা আমাদের শিল্প পরিবারের সম্মান। আশা করি ভাল থাকবেন। ছবি : আরিফ আহমেদ
×