ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এফবিসিসিআইয়ের শিক্ষা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৪৪, ১৮ জানুয়ারি ২০১৮

এফবিসিসিআইয়ের শিক্ষা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে এফবিসিসিআই। এছাড়াও এফবিসিসিআই উদ্যোক্তা ও দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে আগামীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন এডুকেশন (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ)-এর এক সভায় এসব আলোচনা করা হয়। এফবিসিসিআই সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় দেশের বর্র্তমান শিক্ষা পরিস্থিতি এবং শিক্ষা খাতের সমস্যাবলী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দেশের শিক্ষা পদ্ধতির মানোন্নয়নে উন্নত শিক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে কমিটির সদস্যবৃন্দ ইউরোপের প্রখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাবেন বলেও সভায় জানানো হয়। কমিটির চেয়ারম্যান সুমন তালুকদার সভায় সভাপতিত্ব করেন। সভায় কমিটির ডাইরেক্টর ইনচার্জ গোলাম মঈনুদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়াও এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ উপস্থিত ছিলেন। আরও ৩১ শাখা খুলছে বিএইচবিএফসি অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন ৩১টি শাখা খুলছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। বর্তমানে কার্যালয়সহ সংস্থাটির শাখার সংখ্যা ২৯। নতুন ৩১টি শাখা চালু হলে সংস্থাটির মোট শাখার সংখ্যা হবে ৬০টি। গত সোমবার বিএইচবিএফসিকে নতুন শাখা খোলার অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
×